Advertisement

"কোনও নেতা বা মৌলবীর কাছে মাথা বিক্রি করবেন না", মুসলমানদের বার্তা দিলীপের

"দেশের উন্নয়নের সমস্ত সুবিধা পাওয়ার অধিকার রয়েছে মুসলমানদের, কিন্তু তাঁদের দরিদ্র  ও অশিক্ষিত করে রাখা হয়েছে।" সোমবার (Monday) নিউটাউনে (New Town) এমনটাই বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সংখ্যালঘুদের উদ্দেশ্যে এদিন দিলীপের আবেদন, "কোনও নেতা বা মৌলবীর কাছে মাথ বিক্রি করবেন না। দেশ আপনাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছে, তা ব্যবহার করুন।"

দিলীপ ঘোষ
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 08 Feb 2021,
  • अपडेटेड 9:36 PM IST
  • "প্রত্যেক সংখ্যালঘুর সমান অধিকার আছে"
  • "বিজেপি প্রত্যেককে সম্মানীয় নগারিক মনে করে"
  • নিউটাউনে বললেন দিলীপ ঘোষ

"দেশের উন্নয়নের সমস্ত সুবিধা পাওয়ার অধিকার রয়েছে মুসলমানদের, কিন্তু তাঁদের দরিদ্র  ও অশিক্ষিত করে রাখা হয়েছে।" সোমবার (Monday) নিউটাউনে (New Town) এমনটাই বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সংখ্যালঘুদের উদ্দেশ্যে এদিন দিলীপের আবেদন, "কোনও নেতা বা মৌলবীর কাছে মাথ বিক্রি করবেন না। দেশ আপনাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছে, তা ব্যবহার করুন।" তিনি আরও বলেন, "প্রত্যেক সংখ্যালঘুর সমান অধিকার আছে, একামাত্র বিজেপিই তা মনে করে।" বিজেপি প্রত্যকেই সম্মানীয় নাগরিক হিসেব মনে করে বলে দাবি করেন দিলীপ ঘোষ। 

ভাষা নিয়ে এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলকে বিঁধে দিলীপ বলেন, "তাদের আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে। বাংলার মানুষের ভাবা উচিত, কাদের তাঁরা ক্ষমতায় এনেছেন।" দিলীপের আরও কটাক্ষ, "আগেই বলেছিল কোনও ভদ্রলোক ওই দলে থাকতে পারেন না। আমার কথা সত্য প্রমাণিত হয়েছে। ভদ্রলোকেরা ওই দল থেকে আমাদের দলে এসেছেন। আমরা মানুষের ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছি। তাদের সঙ্গে কী করা হবে তা মানুষ ঠিক করবেন।" 

রবিবার হলদিয়ায় কৃষক সম্মান নিধি নিয়ে রাজ্যকে বিঁধেছেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী। পালটা কটাক্ষ করেছে তৃণমূলও। এর প্রেক্ষিতে, এদিন দিলীপ বলেন, "আমরা নিশ্চিত ভাবে ক্ষমতায় আসবো। তাদের ভাবা উচিত মে মাসের পর তারা কী করবে।" বিজেপির রাজ্য সভাপতি বলেন, "প্রধানমন্ত্রী ফাঁকা আওয়াজ দেন না। তিনি যেটা বলেন, সেটা করেন। আমাদের নেতার বলেছিলেন ১৯-এ হাফ, আমরা করেছি। মানুষের সমর্থন নিয়েই তৃণমূলকে সরাতে হবে। বাংলার নিশ্চিত ভাবে সেটা আমরা করবো।" একইসঙ্গে এদিন নারী নির্যাতন নিয়েও রাজ্যের সমালোচনা করেন তিনি। দিলীপ প্রশ্ন তোলেন, "উত্তরপ্রদেশের ঘটনায় সেখানে গিয়ে নাটক করেছিলেন সাংসদ বিধায়করা। কিন্তু কলকাতায় যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন তাঁরা কোথায়?"

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement