Advertisement

West Bengal Election 2021: "বাংলার কৃষকরা মোদীর সঙ্গে আছেন", রাজ্য সরকারকে বিঁধে দাবি দিলীপের

"বাংলার কৃষকরা মোদীর সঙ্গে আছেন, তাই এখানে আন্দোলন হচ্ছে না, পঞ্জাব হরিয়ানা থেকে কয়েকশো কৃষককে ভুল বুঝিয়ে আনা হয়েছে", সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের অভিযোগ, "রাজ্য সরকারের জন্য় বঞ্চিত হচ্ছেন বাংলার কৃষকরা। তাঁরা সুশাসন চাইছেন। দিদির কুশাসন থেকে মুক্তি চাইছেন।" দিলীপের দাবি, "বাংলার কৃষকরা নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন বলেই লোকসভা নির্বাচনে প্রায় সবকটি কৃষি প্রধান এলাকায় জিতেছে ভারতীয় জনতা পার্টি।" 

দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2021,
  • अपडेटेड 6:12 PM IST
  • "রাজ্য সরকারের জন্য় বঞ্চিত বাংলার কৃষকরা"
  • "কৃষকরা দিদির কুশাসন থেকে মুক্তি চাইছেন"
  • মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

"বাংলার কৃষকরা মোদীর সঙ্গে আছেন, তাই এখানে আন্দোলন হচ্ছে না, পঞ্জাব হরিয়ানা থেকে কয়েকশো কৃষককে ভুল বুঝিয়ে আনা হয়েছে", সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের অভিযোগ, "রাজ্য সরকারের জন্য় বঞ্চিত হচ্ছেন বাংলার কৃষকরা। তাঁরা সুশাসন চাইছেন। দিদির কুশাসন থেকে মুক্তি চাইছেন।" দিলীপের দাবি, "বাংলার কৃষকরা নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন বলেই লোকসভা নির্বাচনে প্রায় সবকটি কৃষি প্রধান এলাকায় জিতেছে ভারতীয় জনতা পার্টি।" 

কৃষকদের আয় নিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য নিয়েও এদিন প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। দিলীপ বলেন, "বাংলার কৃষকদের আয় ৩ গুণ হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তথ্য বলছে দেশে বছরে একজন কৃষকের আয় ৮৬ হাজার ৬৬৮ কোটি টাকা, যেখানে রাজ্যে বছরে একজন কৃষকের আয় ৬৫ হাজার ৯১৮ টাকা।" দিলীপের আরও কটাক্ষ, "দিদিমণি ২০১১ - ১২ সালে বলেছিলেন কৃষকদের আয় বছরে ৯১ হাজার টাকা, আর বর্তমানে ২ লক্ষ ৯০ হাজার।" যদিও এই সমস্ত তথ্য কোনও সরকারি ওয়েবসাইটে নেই বলেই দাবি করেন দিলীপ। রাজ্য সরকার কেন্দ্রের নির্ধারিত সহায়ক মূল্যের চেয়ে অনেক কম দামে কৃষকদের থেকে ধান কেনে বলেও এদিন অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। 

এদিন শিল্প নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন দিলীপ ঘোষ। বছর বছর শিল্প সম্মেলনের পরেও বাস্তবে বিনিয়োগ কতটা এসেছে সেই প্রশ্ন তোলেন দিলীপ। একইসঙ্গে কর্ম সংস্থান নিয়েও রাজ্যকে আক্রমণ করেন তিনি। বলেন, "স্থায়ী চাকরির কোনও ব্যবস্থা নেই। মানুষকে ভুল তথ্য দিয়ে ভোটে জেতার চেষ্টা করা হচ্ছে।" পাশাপাশি আমফানে কেন্দ্রীয় সাহায্যের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement