Advertisement

গভীর রাতে ভষ্মীভূত কেশপুরে BJP নেতার বাড়ি, রাজনৈতিক উদ্দেশ্যে আগুন বলে অভিযোগ

কেশপুরে গভীর রাতে আগুন লেগে পুড়ে ভস্মীভূত হয়ে গেল বিজেপি নেতার বাড়ি। কি কারনে আগুন লাগল তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। তবে কেশপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কেশপুরের মহিষদা এলাকায়।

বিজেপি নেতার বাড়িতে আগুন
শাজাহান আলী
  • কেশপুর,
  • 01 Mar 2021,
  • अपडेटेड 9:30 AM IST
  • কেশপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
  • রাজনৈতিক উদ্দেশ্যে আগুন বলে অভিযোগ
  • তদন্ত শুরু পুলিশের

কেশপুরে গভীর রাতে আগুন লেগে পুড়ে ভস্মীভূত হয়ে গেল বিজেপি নেতার বাড়ি। কি কারনে আগুন লাগল তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। তবে কেশপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কেশপুরের মহিষদা এলাকায়।

ঠিক কী অভিযোগ

স্থানীয় বাসিন্দা উত্তম নায়েক, তিনি বিজেপির স্থানীয় বুথ সভাপতি। রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ তাঁর বাড়িতে আগুন লেগেছে বুঝতে পারেন। দৌড়ে সকলে সপরিবারে বাড়ির বাইরে চলে আসেন।বাইরে বেরিয়ে দেখেন খড়ের চালের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা দৌড়ে হাজির হয়। রাতেই গ্রামবাসীরা দ্রুত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে গিয়েছিল বাড়ির বেশিরভাগ অংশটা।

আরও পড়ুন, কাটোয়ায় পাটের গুদামে বিধ্বংসী আগুন, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

ঘটনায় বিস্মিত সকলেই। কিভাবে খড়ের চালের আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে আসে কেশপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে। বিজেপির দাবি কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যই এই আগুন লাগানো হতে পারে বলে অভিযোগ । অনেকেই মনে করছেন শর্টসার্কিট থেকেও আগুন লেগে থাকতে পারে।

কী বলছেন বিজেপি নেতা

ওই বিজেপি নেতার দাবি, যেই জায়গায় আগুন লেগেছে সেখানে শট সার্কিট হওয়ারই কথা নয়। পরিকল্পিত ভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে এই আগুন দেওয়া হয়েছে।অন্যদিকে এই  ঘটনার প্রেক্ষিতে এলাকার তৃণমূলের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি বলেন, কীভাবে ওনার বাড়ি আগুন লেগেছে তা আমরা জানি না। তৃণমূল এসব কাজে যুক্ত থাকে না। 

আচমকা আগুন

জানা গিয়েছে,  রবিবার রাতে আচমকা বাড়ির খড়ের চালে প্রথম আগু লাগে। তখনই সতর্ক হয়ে প্রতিবেশীরা ওই আগুন নিভিয়ে দেন। কিন্ত ওই আগুন বাড়লে বড়সড় বিপত্তি হতে পারত। আগুন লাগার এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। ঘটনার তদন্ত করছে পুলিশ। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement