Advertisement

'খুন হতে পারেন মমতা!' দিলীপের পাল্টা, 'মানুষের সমর্থন হারিয়ে সহানুভূতি খুঁজছেন'

মুখ্যমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র নিয়ে পঞ্চায়েত সুব্রত মুখোপাধ্যায়ের দাবি প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
মনোজ্ঞা লইয়াল
  • কলকাতা,
  • 13 Dec 2020,
  • अपडेटेड 11:37 AM IST
  • মুখ্যমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র নিয়ে পঞ্চায়েত সুব্রত মুখোপাধ্যায়
  • প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
  • মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাওয়ার কথা বলছেন

মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, মানুষের সমর্থন হারিয়েছেন তিনি। তাই এ বার সহানুভূতি কোড়ানোর চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র নিয়ে পঞ্চায়েত সুব্রত মুখোপাধ্যায়ের দাবি প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন,  'উনি এখন মানুষের সমর্থন হারিয়েছেন। তাই সহানুভূতি কোড়ানোর চেষ্টা করছেন। হঠাত্‍ মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাওয়ার কথা বলছেন? আসলে উনি জানেন, ভোটের পর জেলে যেতে হবে। উনি বলছেন, ওঁকে খুনের ষড়যন্ত্র চলছে। কেন হঠাত্‍ একজন ওঁকে খুন করতে যাবে? ইন ফ্যাক্ট, ওঁর দলের কর্মীরাই অন্যদের খুন করে বেড়াচ্ছে। বাংলায় সব সমর্থন হারিয়ে এখন সহানুভূতি কোড়ানোর চেষ্টা চালাচ্ছেন।'

আরও পড়ুন: খুন হতে পারেন তৃণমূলনেত্রী, আশঙ্কায় খোদ পঞ্চায়েতমন্ত্রী

চলতি মাসের শুরুতেই কালীঘাটে দলীয় নেতৃত্ব-বিধায়ক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে আক্ষেপের সুর শোনা গিয়েছিল তৃণমূলনেত্রীর গলায়। কেউ কেউ তাঁর মৃত্যু কামনা করছেন বলে দাবি করেছিলেন মমতা। শনিবার সেই আশঙ্কা শোনা যায় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের গলাতেও। মমতার সঙ্গে ভোটের ময়দানে না পেরে বিজেপি তাঁকে খুন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সুব্রত মুখোপাধ্যায়। জীবনতলার সভা থেকে পঞ্চায়েতমন্ত্রী বলেন, 'মমতা যদি আমেরিকাও যায়, সেখানেও পায়ে একটা হাওয়াই চপ্পল আর পরনে তাঁতের শাড়ি। সংসার করল না। মানুষের জন্য একটা জীবন দিয়ে দিল। তারপরও, তাঁকে নানাভাবে আক্রমণ ও ব্যতিব্যস্ত করতে দিল্লি সরকার ও বিজেপি দল উঠেপড়ে লেগেছে। আমি অবাক হব না যদি কোনওদিন শুনি ওরা যদি গণতান্ত্রিকভাবে না পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করবে।'

বিজেপি নয়, খুনের রাজনীতি করে তৃণমূলই, পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর বক্তব্য, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। খুনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। এইভাবে রাজ্যে একটা অশান্তি তৈরি করতে চাইছে তৃণমূল।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement