Advertisement

আগে যারা তোলা তুলত, এখন তারাই দুয়ারে দুয়ারে! কটাক্ষ অর্জুনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর কটাক্ষ, আগে যাঁরা তোলা নিতে আসত, এখন তারাই দুয়ারে সরকার (Duare Sarkar)-এর কর্মসূচিতে যাচ্ছে। মানুষ তাদের চিনতে পারছেন।

বিজেপির হাওড়ার শিবপুর মন্ডল- ১ আয়োজিত 'আর নয় অন্যায়' কর্মসূচিতে সাংসদ অর্জুন সিং-সহ দলের নেতারা। সোমবার। ছবি: বৈদ্যনাথ ঝা
সুমন আদক
  • শিবপুর,
  • 28 Dec 2020,
  • अपडेटेड 9:58 PM IST
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং
  • তাঁর কটাক্ষ, আগে যাঁরা তোলা নিতে আসত, এখন তারাই দুয়ারে সরকারের কর্মসূচিতে যাচ্ছে
  • মানুষ তাদের চিনতে পারছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর কটাক্ষ, আগে যাঁরা তোলা নিতে আসত, এখন তারাই দুয়ারে সরকার (Duare Sarkar)-এর কর্মসূচিতে যাচ্ছে। মানুষ তাদের চিনতে পারছেন।

সোমবার হাওড়া (Howrah)-য় দলের এক কর্মসূচির এখ ফাঁকে অর্জুন দাবি করেন, "সাড়ে ৯ বছর সরকারে থেকে যে সমস্যা উনি সমাধান করতে পারলেন না, এখন তিনি 'দুয়ারে দুয়ারে' লোক পাঠাচ্ছেন। মানুষ দেখে চিনতে পারছেন এরাই আগে তোলা নিতে আসত। এখন উনি মরিয়া হয়ে গিয়েছেন।"

এদিন সন্ধেয় হাওড়ার শিবপুর মন্ডল- ১ আয়োজিত 'আর নয় অন্যায়' শীর্ষক এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন বিজেপির রাজ্য সহ সভাপতি, সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।

তৃণমূল সরকারকে আরও আক্রমণ করেন তিনি। বলেন, "পিকে এসব করে নিজের রেট বাড়ানোর জন্যে নতুন নতুন ফর্মূলা দিচ্ছেন। তবে যতই ফর্মূলা ব্যবহার করুক, বাংলার মানুষ ওঁকে চিনে নিয়েছেন। আর কেউ ভোট দেবেন না।"

অর্জুন সিং (Arjun Singh) বলেন, "অমর্ত্য সেন নিশ্চয়ই বাংলার গর্ব। তবে উনি যে পথের মানুষ, তাতে ওনার ভারত বিরোধী মানুষেদের পাশে থাকা শোভা দেয় না। ওনার নিজের পথেই থাকা উচিৎ। তাহলে দেশের তথা বিশ্বের মানুষের কাছে ওনার সম্মান অক্ষুণ্ণ থাকবে।"

হাওড়ায় তৃণমূলে শক্তি ক্ষয়ের নামা প্রসঙ্গে তিনি বলেন, "হাওড়ায় তৃণমূলে ধ্বস নেমে যাবে। ভালো এমপি, এমএলএ'রা বিজেপিতে চলে আসবেন। তৃণমূলের কর্মীরা তো রোজ দলে দলে যোগ দিচ্ছেন।"

হাওড়ায় রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় এবং রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের দ্বন্দ্ব প্রসঙ্গে অর্জুন সিং বলেন, "ভাল বনাম খারাপের লড়াইয়ে ভাল লোকই জিতবে। কে ভাল, কে খারাপ, তা হাওড়ার মানুষ ঠিক করবেন। পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। কিন্তু এবারে তা হবে না। নির্বাচন কমিশন বাংলার অতীত ভোটের পরিস্থিতি দেখেছে। সেইমতো ব্যবস্থা নেবে। আর  কেন্দ্রীয় সরকার সবরকমভাবে সাহায্য করবে।"

Advertisement

শিবপুর বিধানসভা কেন্দ্রের বীরাডিঙিতে আয়োজিত ওই প্রতিবাদ সভায় দলের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement