Advertisement

BJP করার মূল্য? নানুরে বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় মোট চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবরও। কোথাও অভিযোগের তির তৃণমূলের দিকে, আবার কোথাও বিজেপির দিকে উঠছে হাত। আর এর মাঝেই খবরের শিরোণামে বীরভূমের নানুর।

উত্তপ্ত বীরভূমের নানুরউত্তপ্ত বীরভূমের নানুর
ভাস্কর মুখোপাধ্যায়
  • নানুর,
  • 01 Apr 2021,
  • अपडेटेड 11:45 AM IST
  • রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট
  • এর মাঝেই উত্তপ্ত বীরভূমের নানুর
  • এলাকা থেকে একাধিক বোমা উদ্ধার

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় মোট চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবরও। কোথাও অভিযোগের তির তৃণমূলের দিকে, আবার কোথাও বিজেপির দিকে উঠছে হাত। আর এর মাঝেই খবরের শিরোণামে বীরভূমের নানুর। অভিযোগে  নানুরের বেলুটি গ্রামে বিজেপির বুথ সভাপতি বাড়িতে বোমাবাজি করা হয়েছে।

নন্দীগ্রামে ১০০টা বুথে নেই TMC এজেন্ট! নিজেই জানাচ্ছেন শুভেন্দু

বীরভূমে ভোট রয়েছে অষ্টম দফায় ২৯ এপ্রিল। এখনও অনেকটা সময় আছে। তবে এর মধ্যেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বুধবার রাতে নানুরের বেলুটি গ্রামে বিজেপির বুথ সভাপতি রাম হাজরার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ দুস্কৃতিরা তার বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা ছোড়ে। এই ঘটনায় কেউ আহত না হলেও গ্রামে উত্তেজনা ছড়ায়। 

PHOTOS: গণতন্ত্রের উৎসব, চাঁদিফাটা গরম উপেক্ষা করেই ভোটের লাইনে বাংলা
 
বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই  বুথ সভাপতি রাম হাজরা  ও তাঁর পরিবারের লোকজনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল  যাতে তারা  বিজেপি করা ছেড়ে দেন  সেজন্য ভয় দেখান হচ্ছিল। আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে কাজ করতে চাপ দেওয়া হচ্ছিল। রাম হাজরা সেই  কথা না শোনায়  তার বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ তাঁর পরিবারের । ঘটনাস্থলে গিয়েছে নানুর থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে এই ঘটনার পর এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক বোমা উদ্ধার করেছে নানুর থানার পুলিশ।

 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement