নন্দীগ্রাম (Nandigram)-এ গুলি চালনার ঘটনায় কাদের শাস্তি হয়েছে? জানতে চায় নন্দীগ্রাম। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর কাছে এই প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি (BJP)। এদিন তারা টুইটে এ ব্যাপারে প্রশ্ন তুলেছে।
ওই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধঁছে বিজেপি। এদিন এ ব্যাপারে তারা টুইটে জানিয়েছে, নন্দীগ্রামের নির্বিচারে গুলি চালানোর অপরাধীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন পিসি। এত বছর পরেও কারা কারা শাস্তি পেল জানতে চায় নন্দীগ্রামের শহীদ পরিবার। জানতে চায় সমগ্র বাংলা। কোনও জবাব তো দিলেন না পিসি।
উল্লেখ্য নন্দীগ্রামের ঘটনা রাজনীতিতে এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা অভিযোগ পুলিশের গুলিতে ১৪ জনের বেশি মারা গিয়েছিলেন। সেখানে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছিল। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন বামফ্রন্ট সরকার নন্দীগ্রামের শিল্প করতে চেয়েছিল অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা বাধা দিয়েছিলেন এবং জোর করে জমি দখলের অভিযোগ উঠেছিল এই নিয়ে প্রতিরোধ। প্রতিবাদ জানিয়েছিলেন গ্রামবাসীরা রাস্তা কেটে প্রশাসনের সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল।