Advertisement

উত্তরপাড়ায় প্রধানমন্ত্রীর ছবিতে কালি, তরজায় BJP-TMC

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধায়ের (Kalyan Banerjee) ছবি কালিমালিপ্ত হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সহ বিজেপির শীর্ষনেতাদের ছবিতে কালি লাগানোর অভিযোগ উঠল। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল হুগলির (Hooghly) উত্তরপাড়া - হিন্দমোটর অঞ্চলে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও তারা এই ধরনের রাজনীতি করে না বলেই দাবি তৃণমূলের।

নরেন্দ্র মোদী
ভোলানাথ সাহা
  • উত্তরপাড়া,
  • 17 Jan 2021,
  • अपडेटेड 3:53 PM IST
  • নরেন্দ্র মোদীর ছবিতে কালি
  • অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • অভিযোগ খারিজ রাজ্যের শাসক দলের

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধায়ের (Kalyan Banerjee) ছবি কালিমালিপ্ত হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সহ বিজেপির শীর্ষনেতাদের ছবিতে কালি লাগানোর অভিযোগ উঠল। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল হুগলির (Hooghly) উত্তরপাড়া - হিন্দমোটর অঞ্চলে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও তারা এই ধরনের রাজনীতি করে না বলেই দাবি তৃণমূলের। 

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবিত কালি লাগানোর ঘটনাকে কেন্দ্র করে শনিবারই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এরপর রবিবারই দেখা গেল নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপি নেতাদের ছবিতে কালি লাগিয়ে দিয়েছে কেউ বা কারা। ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় বলেন, "ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই তারা এরকম করছে।" তিনি আরও বলেন, "আমরা প্রশাসনকে জানিয়েছি যারা শান্ত যায়গাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক। প্রধানমন্ত্রীর ছবিতে কালি লাগানো মানে দেশের সঙ্গে গাদ্দারি করা, এটা আমরা কোনওদিনই মেনে নিতে পারব না।" পঙ্কজবাবু বলেন, "তৃণমূল রোহিঙ্গাদের নিয়ে আসছে, তারা গুন্ডাগিরি করছে, এটা বরদাস্ত করা হবে না।"

যদিও বিজেপির এই অভিযোগ সরাসরি খারিজ করেছে তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি  দিলীপ যাদব বলেন, "এই ধরনের নোংরা রাজনীতি আমরা করি না। সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, কালি লাগানো উচিত নয়।" পাশাপাশি তিনি আরও বলেন, "এটা উত্তরপাড়ার সাংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা, এটা খুবই নিম্নমানের কাজ, সমর্থন করি না।" তাঁর দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া পাড়ায় পাড়ায় পৌঁছেছে। এত প্রকল্প হয়েছে, এত উন্নয়ন হয়েছে, মানুষের এত সুবিধা করে দেওয়া হয়েছে, যে আর কিছু লাগে না।" একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নিম্নমানের কুরুচিকর রাজনীতি শেখাননি বলেও দাবি করেন দিলীপ যাদব। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement