Advertisement

বোমার আঘাতে জখম বর্ধমানের BJP কর্মীর মৃত্য়ু, অভিযুক্ত TMC

বোমায় আহত এক বিজেপি (BJP) কর্মীর মৃত্যু হল। বর্ধমান (Burdwan)র ওই বিজেপি কর্মীর নাম হাসিবুল শেখ। বুধবার কলকাতার এক হাসপাতালে তিনি মারা যান।

বোমায় আহত এক বিজেপি কর্মীর মৃত্যু হল। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (প্রতীকি ছবি)
সুজাতা মেহরা
  • পূর্ব বর্ধমান,
  • 28 Jan 2021,
  • अपडेटेड 11:14 PM IST
  • বোমায় আহত এক বিজেপি কর্মীর মৃত্যু হল
  • বর্ধমানের ওই বিজেপি কর্মীর নাম হাসিবুল শেখ
  • বুধবার কলকাতার এক হাসপাতালে তিনি মারা যান

বোমায় আহত এক বিজেপি (BJP) কর্মীর মৃত্যু হল। বর্ধমান (Burdwan)র ওই বিজেপি কর্মীর নাম হাসিবুল শেখ। বুধবার কলকাতার এক হাসপাতালে তিনি মারা যান।

বর্ধমানের পূর্বস্থলী (Purbasthali)- হাঁপানিয়া গ্রামে ১৯ জানুয়ারি  বোমায় আহত তিনি। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্র ও সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) জানান।

সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) জানান, ওই ব্যক্তি তাঁর অনুগামী ছিলেন। তৃণমূল (TMC) ছেড়ে সুনীল মণ্ডল যখন বিজেপিতে যোগদান করেন,তাঁর সঙ্গে হাসিবুল শেখও  বিজেপিতে যোগ দেয়।। এরপর বিজেপি করার জন্য তার ওপর বোমা নিয়ে হামলা করে টিএমসি। আহত হাসিবুল কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। এদিন তার মৃত্যু হয়। টিএমসি (TMC)-র দাবি, বিজেপি (BJP)-র গোষ্ঠী কোন্দলের জেরে মৃত্যু। 

গত ১৯ জানুয়ারি বোমা-গুলিতে উত্তপ্ত হয়েছিল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর হাঁপানিয়া গ্রাম। পূর্বস্থলী উত্তর বিধানসভা তৃণমূলের প্রাক্তন বিধায়ক, বর্তমানে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন চ্যাটার্জির নেতৃত্বে আক্রমণের অভিযোগ ওঠে । 

হাসিবুল শেখ আহত অবস্থায় জানিয়েছিল, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মন্ডলের লোক তাঁরা। হাবিবুল সেদিন অভিযোগ করেন, বিজেপি করা যাবে না করলে বোমা ও গুলি করে খুন করার   হুমকি দেওয়ার  তপন চ্যাটার্জির বিরুদ্ধে। তারপর ১৯ জানুয়ারি সন্ধ্যায় হাসিবুল শেখ ও রাহিম শেখ   যখন চায়ের দোকানে বসে ছিলেন, তখন আচমকাই কয়েকজন এসে গুলি চালাতে শুরু করে ও বোমা মারতে থাকে বলে অভিযোগ।
 
বোমা ও গুলিতে জখম হন হাসিবুল শেখ ও রহিম শেখ।  আশঙ্কাজনক অবস্থায় তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থওকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হওয়ায় হাসিবুল শেখকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

Advertisement

সেখানেই বুধবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জানান বর্ধমান-পূর্বের সাংসদ তথা বিজেপি কর্মী সুনীল মণ্ডল। তাঁর দাবি, তাঁরা বিজেপি করে বলে তাদের মেরে ফেলার চেষ্টা করা হয়। হাসিবুল মুসলিম ছিল আর ওর নেতৃত্বে অনেক মুসলিম বিজেপিতে এসেছিল ও আসত। তাই তাকে মেরে ফেলা হল। অন্য আহত রাহিম শেখ এখনও বর্ধমানের এক নার্সিংহোমে ভর্তি বলে জানান তিনি। হাসিবুল শেখের ওপর বোমা মারার অভিযোগের তীর শাসকদলের দিকে। 

যদিও শাসকদল পুরো ঘটনা অস্বীকার করেছে। টিএমসি জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, টিএমসি উন্নয়নে বিশ্বাসী। বোমা গুলির রাজনীতি করে না। বিজেপির গোষ্ঠ দ্বন্দ্বের কারণেই ঘটনা। নতুন বিজেপি আর পূরনো বিজেপির মধ্যে জায়গা দখল নিয়েই ঝামেলা। বরং খুনের রাজনীতি করছে বিজেপি। তার প্রমাণ মঙ্গলকোটের নিগনে টিএমসি বুথ সভাপতিকে দিনের বেলায় পিটিয়ে খুন করেছে গত পরশু বিজেপি। আর বিজেপির গোষ্ঠী কোন্দল তো এখন প্রকাশ্যে। বর্ধমানে বিজেপি জেলা পার্টি অফিসে ভাংচুর ও দিলীপ ঘোষের সভায় গন্ডগোল তার প্রমাণ। জেলা পার্টি অফিসে ভাংচুরের ঘটনায় তো বিজেপি জেলা সভাপতি সমেত বেশ কয়েকজনকে তো বিজেপি রাজ্য কমিটি শোকজ করেছে। হাঁপানিয়া গ্রামের ঘটনার সাথে টিএমসির কোনো যোগ নেই।

পূর্বস্থলি থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে এখনো পর্যন্ত অর্রেস্ট করা হয়েছে। যার মধ্যে ২ জনের জেল হেপাজত ও ২ জনকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চলছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement