Advertisement

ফিরে দেখা ২০২০: শিয়রে নির্বাচন, দেখে নিন শাসক-বিরোধীর রণকৌশল

নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ডঙ্কা কার্যত বেজে গিয়েছে। লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে সবপক্ষই। একদিকে যেমন আরও বেশি করে পরিষেবা ও উন্নয়নের খতিয়ান তুলে মানুষের মন জয়ের চেষ্টা করছে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে তেমনই রাজ্য সরকার বা শাসক দলের ভুল ত্রুটি ও ব্যর্থতা মানুষের সামনে তুলে ধরতে চেষ্টার কসুর করছে না বিজেপি (BJP)। এর জন্য দুপক্ষের তরফেই নেওয়া হচ্ছে নিত্যনতুন রণকৌশল। একনজরে দেখে নেওয়া যাক শাসক ও বিরোধীদের সেইসব রণনীতি।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2020,
  • अपडेटेड 4:28 PM IST
  • নির্বাচন ঘিরে সমানে সমানে টক্কর তৃণমূল-বিজেপির
  • 'রিপোর্ট কার্ড' নিয়ে মানুষের দরবারে তৃণমূল
  • বিজেপির হাতিয়ার 'আর নয় অন্যায়'

নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ডঙ্কা কার্যত বেজে গিয়েছে। লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে সবপক্ষই। একদিকে যেমন আরও বেশি করে পরিষেবা ও উন্নয়নের খতিয়ান তুলে মানুষের মন জয়ের চেষ্টা করছে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে তেমনই রাজ্য সরকার বা শাসক দলের ভুল ত্রুটি ও ব্যর্থতা মানুষের সামনে তুলে ধরতে চেষ্টার কসুর করছে না বিজেপি (BJP)। এর জন্য দুপক্ষের তরফেই নেওয়া হচ্ছে নিত্যনতুন রণকৌশল। একনজরে দেখে নেওয়া যাক শাসক ও বিরোধীদের সেইসব রণনীতি।

বাংলার গর্ব মমতা

চলতি বছরের মার্চ মাসে 'বাংলার গর্ব মমতা' কর্মসূচি নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। মার্চ থেকে মে পর্যন্ত চলে এই কর্মসূচি। একটানা ৭৫ দিন ধরে চলা এই কর্মসূচির প্রধান উদ্দেশ্যে ছিল তৃণমূলের সঙ্গে মানুষের যোগাযোগ আরও নিবিড় করা। সমগ্র কর্মসূচিটি চলে ৩টি পর্যায়ে। যার আওতায় রাজ্যের আড়াই কোটি মানুষের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূলের ৭৫ হাজারেরও বেশি নেতা কর্মী।

মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি

একদিকে সরাসরি জনসংযোগ, অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজেপির বিরোধিতা, দুইই চালিয়ে গিয়েছে তৃণমূল। ডিজিটালি বিজেপির বিরুদ্ধে প্রচার চালাতে 'মার্ক ইওরসেল্ফ সেফ ফ্রম বিজেপি' কর্মসূচি নিয়ে আসে রাজ্যের শাসক দল। প্রচারের জন্য খোলা হয় https://www.savebengalfrombjp.com/ নামে একটি ওয়েবসাইটও। 

রিপোর্ট কার্ড

চলতি মাসেই নিজেদের দশ বছরের কাজের 'রিপোর্ট কার্ড' প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। 'বঙ্গধ্বনি' যাত্রার মধ্যে দিয়ে সেই 'রিপোর্ট কার্ড' পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকার মানুষের কাছে। ১০ বছরে সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ যা যা সুবিধা পেয়েছেন সেই সবই বিস্তারিত ভাবে এই 'রিপোর্ট কার্ড'-এ তুলে ধরেছে তৃণমূল। 

Advertisement

দুয়ারে সরকার 

ডিসেম্বর মাসে 'দুয়ারে সরকার' কর্মসূচিও শুরু করেছে রাজ্য। এই কর্মসূচি অনুযায়ী বিভিন্ন এলাকায় কার্যত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের অভাব অভিযোগ শুনছেন প্রশাসনিক কর্তারা। কারও কোনও প্রকল্পে নাম বাদ থাকলে তা নথিভুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে মূলত ১২টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। একাধিক ধাপে আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত চলবে এই কর্মসূচি।

আর নয় অন্যায় 

এদিকে পিছিয়ে নেই বিজেপিও। শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরোধিতায় গত মার্চ মাসে 'আর নয় অন্যায়' কর্মসূচি নিয়ে আসে বিজেপি। চালু করা হয় একটি ফোন নম্বর। সেই নম্বরটি হল ৯৭২৭২৯৪২৯৪। চলতি মাসে 'আর নয় অন্যায়' কর্মসূচির লিফলেটও প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement