Advertisement

'ওঁ জয়ন্তী মঙ্গলা কালী...' নন্দীগ্রামে মমতার অপ্রত্যাশিত হিন্দু-কার্ড! প্রথম দিনেই ৩ মন্দিরে পুজো

কমিশন দিন ঘোষণার পর বাংলায় পুরো দমে বেজে গিয়েছে নির্বাচনী দামামা। ভোট জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেজন্য একুশের নির্বাচনে একের পর এক অপ্রত্যাশিত কৌশল নিতে দেখা যাচ্ছে তৃণমূলনেত্রীকে। নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করে আগেই মাস্টারস্ট্রোক দিয়েছিলেন মমতা। মনোনয়ন জমা দিতে মঙ্গলবারই নন্দীগ্রামে এসে পৌঁছেছেন তৃণমূলনেত্রী। আর এখানে দাঁড়িয়ে হিন্দুত্বের তাস খেলে সবাইকে অবাক করে দিলেন মমতা।

নন্দীগ্রামে হিন্দুত্বের তাস খেললেন মমতা
অনুপম মিশ্র
  • কলকাতা,
  • 09 Mar 2021,
  • अपडेटेड 8:59 PM IST
  • নন্দীগ্রামে হিন্দুত্বের তাস খেললেন মমতা
  • সমাবেশ শেষে গেলেন স্থানীয় ৩টি মন্দিরে পুজো দিতে
  • এখন ৩ দিন নন্দীগ্রামেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়

কমিশন দিন ঘোষণার পর বাংলায় পুরো দমে বেজে গিয়েছে নির্বাচনী দামামা। ভোট জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেজন্য একুশের নির্বাচনে একের পর এক অপ্রত্যাশিত কৌশল নিতে দেখা যাচ্ছে তৃণমূলনেত্রীকে। নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করে আগেই মাস্টারস্ট্রোক দিয়েছিলেন মমতা। মনোনয়ন জমা দিতে মঙ্গলবারই নন্দীগ্রামে এসে পৌঁছেছেন তৃণমূলনেত্রী। আর এখানে দাঁড়িয়ে হিন্দুত্বের তাস খেলে সবাইকে অবাক করে দিলেন মমতা। মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে কেবল হিন্দুত্বের পাঠই পড়ালেন না তৃণমূলনেত্রী সেইসঙ্গে চণ্ডীপাঠ করে বুঝিয়ে দিলেন তিনি মনে-প্রাণে কতটা হিন্দু।

PHOTOS:আপাতত ঠিকানা কৃষ্ণনগর, প্রচারে নামলেন কৌশানী

শুভেন্দু অধিকারী বিজেপি ছাড়ার পর গত জানুয়ারিতে নন্দীগ্রামে গিয়ে  সেখান থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা। তাতেই দেখা যায় এবার কেবল নন্দীগ্রাম থেকেই ভোটে লড়ছেন তৃণূলনেত্রী। মঙ্গলবার নন্দীগ্রামের মঞ্চে দাঁড়িয়ে  মমতা আরও একবার দাবি করলেন যে তিনি আগেই ভেবে রেখেছিলেন যে এবার সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়বেন। এরআগে মমতা যখন  নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেন, তখন বিজেপি অভিযোগ করেছিল যে এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা বেশি হওয়াতেই  মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন।

প্রচারে গিয়ে বিবেকানন্দের মূর্তিতে মালা,সায়নী ফিরতেই চলল শুদ্ধিকরণ

প্রার্থী তালিকা ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রথমবারের মতো প্রচারের জন্য নন্দীগ্রামে এসেছেন। সবাই ভেবেছিলেন  যে তিনি সংখ্যালঘুদের তোষন করার চেষ্টা করবেন, খেলবেন মুসলিম কার্ড। কিন্তু এখানেও তিনি সবাইকে অবাক করে দিয়ে বিপরীতে পথে হেঁটে দিলেন হিন্দু কার্ড।

নন্দীগ্রামের বড়তলায় দলীয় জনসভায় বক্তব্য রাখার সময় মমতা তৃণমূলনেত্রী বলেন যে আমি হিন্দু বাড়ির মেয়ে। এখানেই থামেননি তৃণমূলনেত্রী। মমতা আরও বলেন, যাঁরা ৭০ এবং ৩০ শতাংশের  কার্ড খেলছেন, তাদের সাবধান হওয়া উচিত। বলেন, "চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। সব ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করেন। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে? কবে খেলবেন?" এরপর মঞ্চে চণ্ডীপাঠ-সহ একাধিক মন্ত্রোচ্চারণ করতে দেখা যায় তাঁকে। বেশ কয়েক মিনিট ধরে জপ করতে থাকেন। এরপরেই নেত্রী ঘোষণা করেন, এবার নন্দীগ্রামেই শিবরাত্রি পালন করবেন তিনি, তারপর রওনা দেবেন। 

Advertisement

প্রথম দিন তিনটি মন্দিরে পুজো
বড়তলায় তার সভা শেষে মমতা এখান থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত হরি মন্দিরে যান। এখানে তিনি প্রথমে পুজো-পাঠ করেন। এর পরে পাশের দুর্গা  মন্দিরে গিয়েও পুজো করতে দেখা যায় মমতাকে।  সেখান  থেকে খানিক দূরে অবস্থিত জগন্নাথ মন্দিরে গিয়েও প্রার্থনা করেন তৃণমূলনেত্রী।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন  মমতা বন্দ্যোপাধ্যায় খুব চাতুর্যের সাথেই  হিন্দু কার্ড খেলছেন। তৃণমূলনেত্রী  জানেন যে নন্দীগ্রামের ৩৫ শতাংশ মুসলমান ভোট তাঁর সাথে রয়েছেন। এর থেকে সামান্য মুসলিম ভোট অন্যদিকে গেলেও  সংখ্যাগরিষ্ঠ অংশ তাঁর পাশেই থাকবে। কিন্তু প্রশ্ন রয়েছে হিন্দু ভোটকে নিয়ে। এই কারণে নন্দীগ্রামে  নির্বাচনী প্রচারের প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কার্ড খেলে  হিন্দু ভোট ব্যাঙ্কের আস্থা অর্জনের চেষ্টা শুরু করে দিলেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement