Advertisement

বসন্ত উৎসবে গিয়ে আক্রান্ত লকেট, বিষাক্ত রং ছুড়ে মারার অভিযোগ

চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। নাম ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে লকেট। নিত্যনতুন প্রচার কায়দায় চমকও দিচ্ছেন বিজেপি নেত্রী। তবে দোলের আগের দিন সেই প্রচারে গিয়েই বিপত্তি ঘটল।

আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়
ভোলানাথ সাহা
  • চুঁচুড়া,
  • 27 Mar 2021,
  • अपडेटेड 8:12 PM IST
  • মহিলাদের সঙ্গে বসন্ত উৎসবে অংশ নিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়
  • সেই সময়ই ঘটে গেল বিপত্তি
  • তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন কাজ করেছে বলে অভিযোগ

চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। নাম ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে লকেট। নিত্যনতুন প্রচার কায়দায় চমকও দিচ্ছেন বিজেপি নেত্রী। তবে দোলের আগের দিন সেই প্রচারে গিয়েই বিপত্তি ঘটল। শনিবার চুঁচুড়ার রীবন্দ্রনগরের কালীতলার মাঠে বসন্ত উৎসবে অংশ নিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই সময় অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি তাঁকে বিষাক্ত রং ছুড়ে মারে বলে অভিযোগ। মহিলাদের আড়ালে কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যুৎ বিশ্বাসের নেতৃত্বেই এই হামলা চালান হয়েছে বলে অভিযোগ বিজেপি শিবিরের।

 

 

গত কয়েকদিন ধরেই প্রচারে ঝড় তুলতে দেখা যাচ্ছিল চুঁচুড়ার হেভিওয়েট বিজেপি প্রার্থীকে। কখনও তিন প্রচারে বেরিয়ে ফুটবল খেলছেন কখনও শনি পুজোর অনুষ্ঠানে খিচুড়ি রান্না করছেন। আবার কখনও এলাকার রাস্তা খারাপের কারণে গরুর গাড়িতে প্রচারে নেমে অভিনব প্রতিবাদ করছেন। এভাবেই চুঁচুড়া জুড়ে প্রচারে ঝড় তুলতে দেখা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে। রবিবার দোল, তার আগের দিন তাই জনসংযোগ বাড়াতে এলাকার কালিতলা মাঠে হাজির হয়েছিলেন অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানে নামা লকেট। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার দিকে বিষাক্ত রং ছুড়েছে বলে অভিযোগ বিজেপি শিবিরের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে লকেটের নির্বাচনী এজেন্ট নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগও দায়ের করেছেন। 

 

হরিচাঁদ ঠাকুরকে দিলেন ফুল, অভিজ্ঞতা নিয়ে মোদী করলেন ট্যুইট

বাড়ল মমতার চিন্তা? প্রথম দফার ভোটের দিনেই প্রার্থী ঘোষণা ওয়েসির

হুগলির বিজেপি সাংসদের চোখে বিষাক্ত রং ছড়ে মারা হয়। তাঁর দুটি চোখেই রং গিয়েছে বলে জানাচ্ছেন লকেট। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছে বিজেপি নেতৃত্ব। লড়াকু নেত্রী হিসাবেই পরিচিত লকেট চট্টোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের গড় হুগলি থেকে সকলকে অবাক করে দিয়ে বিজেপির টিকিটে জয়ী হন লকেট। এবারের বিধানসভা ভোটে তাঁর লোকসভার অন্তর্গত চুঁচুড়া আসন থেকে লকেটকে দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্ব। এদিকে তৃণমূলের হয়ে ময়দানে রয়েছেন অসিত মজুমদার। ২০১১ সাল থেকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রেরই জয়ী বিধায়ক অসিতবাবু। এবার তৃণমূল জিততে পারবে না বুঝতে পেরেই লকেট চট্টোপাধ্যায়ের ওপর হামলা করা হল বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। তৃণমূল ভয় পেয়েই এমন কাজ করছে বলে দাবি করছে গেরুয়া শিবির। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement