Advertisement

মমতার তীব্র আক্রমণে BJP! বললেন, 'ফেক নিউজ ছড়িয়েই কৃষকদের বদনাম করল বিজেপি'

মমতার বক্তব্য, মোদী সরকার কৃষকদের বদনাম করার চেষ্টা করছে, অতীতে কেউ এমন দুঃসাহস দেখায়নি। আমি দেশের কৃষকদের সঙ্গে রয়েছি। দিল্লিতে যা হল, তা কেন্দ্রের ব্যর্থতা। অমিত শাহ একবার বলেছিলেন, ওঁর কাছে ৫০ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ফেক নিউজ ছড়াতে চাইলে যে কোনও সময় ভাইরাল করতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ
ইন্দ্রজিৎ কুণ্ডু
  • কলকাতা,
  • 29 Jan 2021,
  • अपडेटेड 8:28 AM IST
  • মানুষের জন্য যা কিছু করতে তৈরি আমি
  • বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিভেদের চেষ্টা করছে বিজেপি
  • দেশে আগুন লাগাচ্ছে বিজেপি

বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে অবাঙালি বিভেদের অভিযোগ তুলে মমতা বললেন, 'রাজ্যে বসবাসকারী মানুষের জন্য যা কিছু করতে তৈরি আমি। কিন্তু বিজেপি-কে আসতে দেব না।'

হিন্দিভাষী মানুষদের উদ্দেশে তৃণমূলনেত্রী বললেন, বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিভেদের চেষ্টা করছে বিজেপি। এখন হিন্দু-মুসলিম রাজনীতি চলছে না। দেখুন, দিল্লিতে কী হচ্ছে? পঞ্জাবে কৃষকরা আন্দোলন ছেড়ে দিচ্ছেন। রামায়ণের লঙ্কাকাণ্ডের মতো দেশে আগুন লাগাচ্ছে বিজেপি।

আরও পড়ুন: ভাঁড়ে মা 'ভবানীপুর'! গত দুই লোকসভাতেই ভবানীপুর ভাবিয়েছে মমতাকে, অতএব...

মমতার বক্তব্য, মোদী সরকার কৃষকদের বদনাম করার চেষ্টা করছে, অতীতে কেউ এমন দুঃসাহস দেখায়নি। আমি দেশের কৃষকদের সঙ্গে রয়েছি। দিল্লিতে যা হল, তা কেন্দ্রের ব্যর্থতা। অমিত শাহ একবার বলেছিলেন, ওঁর কাছে ৫০ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ফেক নিউজ ছড়াতে চাইলে যে কোনও সময় ভাইরাল করতে পারেন।

তাঁর কথায়, 'সিবিআই, ইডি-কে ব্যবহার করে মানুষকে ভয় দেখাচ্ছে মোদী সরকার। আমি মাথা নত করব না। আমি আমার বিহারের ভাইদের কাছে জিগ্গেস করতে চাই, আপনারা কখনও বাংলায় কোনও ভাবে অসম্মানিত হয়েছেন? পঞ্জাবি ভাইদেরও জিগ্গেস করছি?'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে মমতার আক্রমণ, 'নিজে টেলিপ্রম্পটার দেখে ভাষণ দেন। উনি আমাকে কী হিন্দি শেখাবেন? আমি মানবতার জন্য কাজ করি। আমি এখানে হিন্দি অ্যাকাডেমি খুলছি।' বিধানসভা নির্বাচনে রাজ্যে হিন্দিভাষীদের কাছে তৃণমূলকে জেতানোর জন্য আবেদনও জানান মমতা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement