Advertisement

গোমাতারা ঘাসফুল খেতে রাজ্যে এসেছে ! TMC-BJP-কে কটাক্ষ সূর্যকান্তের

কলকাতায় ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১-এ এমনই দাবি জানিয়েছেন তাঁদের দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন দলের রাজ্য সম্পাদক সে কথাই ফের বললেন। তারা বার বার তৃণমূল এবং বিজেপির বোঝাপড়ার অভিযোগ তুলেছে। সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক তৃণমূল এবং বিজেপি- দুই দলকেই তুলোধোনা করেছেন।

সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র
অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 14 Feb 2021,
  • अपडेटेड 7:21 PM IST
  • তৃণমূল-বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একসঙ্গে সরকার গড়বে
  • ওঁদের ঠেকাতে আমরা সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করব
  • রবিবার দুর্গাপুরে এই বার্তা দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

তৃণমূল-বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একসঙ্গে সরকার গড়বে। লিখে নিন। ওঁদের ঠেকাতে আমরা সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করব। রবিবার দুর্গাপুরে এই দাবি করেছেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjyakanta Mishra)।

কলকাতায় ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১-এ এমনই দাবি জানিয়েছেন তাঁদের দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন দলের রাজ্য সম্পাদক সে কথাই ফের বললেন। তারা বার বার তৃণমূল এবং বিজেপির বোঝাপড়ার অভিযোগ তুলেছে। সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক তৃণমূল এবং বিজেপি- দুই দলকেই তুলোধোনা করেছেন।

এদিন সূর্যকান্ত মিশ্র (Surjyakanta Mishra) বলেন, রামভক্ত ছিলেন মহাত্মা গাঁধী। তিনি আসলে রামের নাম করতেন। সেই নামকে বিজেপি এখন রাম রাম করে বেরাচ্ছে। যে রামভক্ত মহাত্মা গান্ধীকে খুন করল নাথুরাম গডসে। এখন তার মূর্তি বানানো হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। এরা আরএসএস পরিচালিত দল।

নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তুমুল সমালোচনা করেন তিনি। সূর্যকান্তের বক্তব্য, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আর এই রাজ্য যিনি চালাচ্ছেন, তিনিও ওদের পথে হাঁটছেন। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়ায় কাঁকসা এক নম্বর জোনালের ডাকে এক সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য পেশ করেন সূর্যকান্ত মিশ্র (Surjyakanta Mishra)।

তিনি বলেন, তৃণমূল ডেকে নিয়ে এসেছে বিজেপিকে। তৃণমূলের ঘাসফুল এক ধরনের জন্তু খায়। সেটা হচ্ছে গোমাতা। ওই গোমাতারাই এই ঘাস খেতে এখানে এসেছে। নাম না করে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি কেও একহাত নেন সূর্যকান্ত মিশ্র। এর পাশাপাশি তৃণমূল সাংসদ, দলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়েরও সমালোচনা করেন।

সূর্যকান্ত মিশ্র (Surjyakanta Mishra)-র অভিযোগ, কয়লা চুরি, ইঁটভাঁটা ও বালি চুরি সব যায় ওখানে। ভাইপোকে নিয়ে ঘুরে বেরাচ্ছে, জানি। থাইল্যান্ড থেকে সোনা নিয়ে এল। দিল্লিতেও এক অবস্থা। এ ওর কথা বলছে, আর ও এর কথা বলছে। যারা দেশটাকে চালাচ্ছে, তারা দেশ বিক্রি করে দিতে পারে। আর এখানে রাজ্যটাও বিক্রি করে দেবে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement