Advertisement

শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা! আদালতে দেবশ্রী

রায়দিঘিতে দেবশ্রীর বিরুদ্ধে বৈশাখী-শোভনের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করতে চলেছেন অভিনেত্রী। কিন্তু শোভন-বৈশাখীর কোন মন্তব্যের জেরে এই পদক্ষেপ নিতে চলেছেন তিনি। দেবশ্রী রায়ের অভিযোগ, দুজন ব্যক্তি তাঁর মানহানি করেছেন। 

আদালতের দারস্থ দেবশ্রী রায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2021,
  • अपडेटेड 12:17 PM IST
  • শোভন-বৈশাখীর বিরুদ্ধে আদালতে দেবশ্রী রায়
  • মানহানির অভিযোগ আনলেন অভিনেত্রী
  • রায়দিঘির মন্তব্যের জেরেই এই পদক্ষেপ দেবশ্রীর

শোভন-বৈশাখীর বিরুদ্ধে মামলা দায়ের করতে এবার আলিপুর আদালতে পৌঁছলেন দেবশ্রী রায়। রায়দিঘিতে দেবশ্রীর বিরুদ্ধে বৈশাখী-শোভনের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করতে চলেছেন অভিনেত্রী। কিন্তু শোভন-বৈশাখীর কোন মন্তব্যের জেরে এই পদক্ষেপ নিতে চলেছেন তিনি। দেবশ্রী রায়ের অভিযোগ, দুজন ব্যক্তি তাঁর মানহানি করেছেন। রায়দিঘির তৃণমূল বিধায়কও দেবশ্রী রায়, শনিবার মানহানির মামলা দায়ের করছেন। তৃণমূল কংগ্রেসও তাঁর সমর্থনে রয়েছেন বলে দাবি বিধায়ক-অভিনেত্রীর। 

বিজেপিতে যোগ দেওয়া এককালের দাপুটে তৃণমূল নেতা সম্প্রতি রায়দিঘিতে একটি দলীয় অনুষ্ঠানে যান। সেখানেই রাজ্য সরকারের পাশাপাশি এলাকার দুবারের বিধায়কের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনেন শোভন-বৈশাখী। সেই দিনই তার প্রতিবাদে পাল্টা মন্তব্য শানিয়েছিলেন দেবশ্রী। কিন্তু এদিন একধাপ এগিয়ে মানহানির অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক। 

তিনি বলেন, ''এক তরফা বলেই যাচ্ছে। আর আমি নিতে পারলাম না।'' বৈশাখীর নাম না করে দেবশ্রীর বক্তব্য, ''ওই মহিলা রাজনীতিতেও নেই সিনেমাতেও নেই। উনি আমায় ব্যক্তিগত আক্রমণ করছেন।'' টোটোর প্রসঙ্গে অর্থের তছরূপের বিরুদ্ধেও মুখ খুললেন দেবশ্রী, বললেন, তিনি ষড়যন্ত্রের শিকার। শোভনের বিরুদ্ধে তোপ দেগে দেবশ্রী বললেন, ''যিনি পরিবারকে ধরে রাখতে পারেন না, স্ত্রী-সন্তানদের কাছে রাখতে পারেন না, তিনি কীভাবে জনপ্রিয় নেতা হতে পারেন!'' 

এদিন বিজেপিতে যোগ প্রসঙ্গে দেবশ্রী রায় বলেন, ''নিজের একটি ব্যক্তিগত কাজে বিজেপির অফিসে গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসেই থাকব এবং রয়েছি। শোভন বাবুর ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমার তো মনে হচ্ছে আমি শোভন-বৈশাখীর কাছে থ্রেট হয়ে গিয়েছি।''

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement