কৃষি আইন (Farmer Law) বাতিলের দাবিতে বিগত কয়েক মাস ধরে লাগাতার দিল্লিতে (Delhi) আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ কৃষক আন্দোলনের (Farmer's Movement) পাশে থাকার বার্তা দিয়েছেন। সরকারের দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। তার মধ্যে আবার প্রজাতন্ত্র দিবসের ঘটনা গোটা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। যদিও তারপরেও হাল ছাড়তে রাজি নয় সরকার। এখনও কৃষকদের বোঝানোর চেষ্টায় রয়েছে সরকার পক্ষ।
এদিকে দিল্লিতে আন্দোলন চলার মাঝেই বাংলায় কৃষকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। গত ডিসেম্বর মাসে রাজ্যে এসে মেদিনীপুরে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন সারেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শনিবার মালদায় কৃষকদের সঙ্গে খিচুড়ি খেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। আর শুধু কৃষকদের সঙ্গে খাওয়াদাওয়াই নয়, বাংলায় প্রধানমমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু না করার জন্য বারবারে রাজ্য সরকারকেও বিঁধেছেন তাঁরা। এই কেন্দ্রীয় প্রকল্প কেন বাংলায় চালু করা হয়নি বারেবারে সেই প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। আর এবার সরাসরি সেই বিষয়ে রাজ্যকে কাঠগড়ায় তুললেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী বলেন, "করোনার সময় সারা দেশের কৃষকরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, পাননি শুধু বাংলার কৃষকরা। কারণ এখনকার সরকার প্রকল্পের সঙ্গে যুক্তই হতে চায়নি।" একই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বকেয়া সমেত মিটিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মোদী।
কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, দিল্লিতে যখন মাসের পর মাস কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তখন বঙ্গের কৃষকদের মন জয় করতে এত কেন আগ্রহী বিজেপি? তবে কি দিল্লির কৃষক আন্দোলন দিনে দিনে বিজেপির মাথাব্যাথা বাড়াচ্ছে? তবে কি রাজধানীর আন্দোলনের আঁচ বঙ্গের কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিজেপি? আর সেই কারণেই কি আগেভাবে বিজেপির এই কৃষকদের মন জয়ের চেষ্টা? উত্তর খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।