Advertisement

West Bengal Election 2021: অর্চিতা বিদের সমর্থনে দেবের প্রচার, তারকা প্রার্থীদের পরিশ্রমের বার্তা

বেলা ১২টা নাগাদ মন্দিরনগরী বিষ্ণুপুরে উপস্থিত হন তৃণমূলের তারকা সাংসদ দেব। এরপর ওই কেন্দ্রের প্রার্থী অর্চিতা দেবের সমর্থনে প্রচার মিছিলে অংশ নেন তিনি। বিষ্ণুপুর শহরের কাটানধার থেকে স্টেশন পর্যন্ত এক মিছিলে অংশ নেন অভিনেতা। দেবকে দেখতে ভিড় জমান বিপুল পরিমান জনতা। শহরের মাঝখান দিয়ে এগিয়ে চলে মিছিল। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। কেউ দেখেন বাড়ির ছাদ থেকে। দলীয় প্রর্থীকে জয়ী করা আবেদন জানান দেব। 

দলীয় প্রার্থীর প্রচারে দেব
অনিল গিরি
  • বিষ্ণুপুর,
  • 19 Mar 2021,
  • अपडेटेड 8:01 PM IST
  • দলীয় প্রার্থীর সমর্থনে দেবের প্রচার মিছিল
  • অভিনেতাকে দেখতে ব্যাপক ভিড়
  • সমস্ত তারকা প্রার্থীকে পরিশ্রমের বার্তা তৃণমূল সাংসদের


বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের প্রার্থী অর্চিতা বিদের (Archita Bid) হয়ে প্রচার মিছিল করলেন তৃণমূলের (TMC) সাংসদ তথা তারকা দেব (Dev)। শুক্রবার বিষ্ণুপুর শহরের কাটানধার থেকে বিষ্ণুপুর স্টেশন পর্যন্ত এক মিছিলে অংশ নেন তিনি। বিপুল জনসমুদ্রের মাঝে হুডখোলা গাড়িতে চেপে শহরের মাঝ বরাবর চলে এই প্রচার মিছিল। পরে সাংবাদিক সম্মেলনে নির্বাচনে দলের জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে বাঁকুড়া কেন্দ্রে দলের প্রার্থী সায়ন্তিকা সহ সমস্ত তারকা প্রার্থীকে নির্বাচনে কঠিন পরিশ্রম করার পরামর্শ দেন দেব। 

এদিন বেলা ১২টা নাগাদ মন্দিরনগরী বিষ্ণুপুরে উপস্থিত হন তৃণমূলের তারকা সাংসদ দেব। এরপর ওই কেন্দ্রের প্রার্থী অর্চিতা দেবের সমর্থনে প্রচার মিছিলে অংশ নেন তিনি। বিষ্ণুপুর শহরের কাটানধার থেকে স্টেশন পর্যন্ত এক মিছিলে অংশ নেন অভিনেতা। দেবকে দেখতে ভিড় জমান বিপুল পরিমান জনতা। শহরের মাঝখান দিয়ে এগিয়ে চলে মিছিল। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। কেউ দেখেন বাড়ির ছাদ থেকে। দলীয় প্রর্থীকে জয়ী করা আবেদন জানান দেব। 

এদিন এক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে দেব বলেন, "বিভিন্ন যায়গায় যাচ্ছি। সর্বত্রই মানুষের উচ্ছ্বাস ও উল্লাস একই রকমের। মানুষ দিদির সঙ্গেই আছেন। ফল খুব ভাল হবে।" দেব আরও বলেন, "কর্মীরা বাঁকুড়ায় অনেক কাজ করেছেন, মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছেন। তার ফল পাব।" একইসঙ্গে তিনি বলেন, "লোকসভা ও বিধানসভা, দুটো আলাদা নির্নাচন। আমার মনে হয় মানুষ দিদিকেই মুখ্যমন্ত্রী হিসেবে চান। আমার বিশ্বাস ২ মে-এর ফল দিদির পক্ষে হবে।" 

পাশাপাশি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকে নিয়ে এক প্রশ্নের উত্তরে তারকা প্রার্থীদের প্রচুর পরিশ্রম করার বার্তা দেন দেব। তিনি বলেন, "প্রত্যেককেই নিজের মতো করে পরিশ্রম করতে হবে। সেলিব্রিটি বলে পরিশ্রম না করলেও হবে, এমনটা নয়। সেলিব্রিটি বলে টিকিট পাওয়া যায়, একটু এগিয়ে থাকা যায়। কিন্তু মানুষের সঙ্গে মিশে যেতে হবে। গ্রামের মানুষ সরল হন, তাঁদের সঙ্গে মিশে তাঁদের ভালবাসাটা অর্জন করতে হবে। মানুষের হয়ে কাজ করতে হবে।" এক্ষেত্রে শুধু সায়ন্তিকা নন, অন্যান্য দলেও যে সমস্ত তারকা প্রার্থীরা রয়েছেন, তাঁদের প্রত্যেকের উদ্দেশ্যেই একই বার্তা দেন দেব।  তৃণমূলের এই তারকা সাংসদের সাফ কথা, "২০২১ এর নির্বাচন সোজা নয়, তাই সবাইকে পরিশ্রম করতে হবে, মানুষের বিশ্বাসা অর্জন করতে হবে।"

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement