Advertisement

'সেলিব্রিটিদের দিয়ে ভোটে জেতার চেষ্টা', TMC-র প্রার্থী তালিকাকে কটাক্ষ দিলীপের

বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, 'রাজ্যের যে সমস্ত স্থানে তৃণমূলের ফল খারাপ হয়েছিল, সেই সব স্থানেই সেলিব্রিটিদের প্রার্থী করা হয়েছে। আত্মবিশ্বাস কমে গিয়েছে বোঝা যাচ্ছে। দলের কর্মীদের বাদ দিয়ে সেলিব্রিটিদের প্রার্থী করা হচ্ছে এটা চিন্তার বিষয়।' তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রাম (Nandigram) থেকে প্রার্থী হওয়ায় সেখানে জোর টক্কর হবে বলেই জানান দিলীপ। 

দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • পশ্চিম মেদিনীপুর,
  • 06 Mar 2021,
  • अपडेटेड 11:19 AM IST
  • 'বহু লোককে বাদ দেওয়া হয়েছে'
  • 'প্রার্থী তালিকাতে চমক এটাই'
  • প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপের

'বহু লোককে বাদ দেওয়া হয়েছে, প্রার্থী তালিকাতে চমক এটাই। নিজের কর্মীদের ওপর বিশ্বাস নেই, তাই সিনেমা জগতের লোকজনকে নিয়ে এসে জেতার চেষ্টা করা হচ্ছে', তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, 'রাজ্যের যে সমস্ত স্থানে তৃণমূলের ফল খারাপ হয়েছিল, সেই সব স্থানেই সেলিব্রিটিদের প্রার্থী করা হয়েছে। আত্মবিশ্বাস কমে গিয়েছে বোঝা যাচ্ছে। দলের কর্মীদের বাদ দিয়ে সেলিব্রিটিদের প্রার্থী করা হচ্ছে এটা চিন্তার বিষয়।' তবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম (Nandigram) থেকে প্রার্থী হওয়ায় সেখানে জোর টক্কর হবে বলেই জানান দিলীপ। 

তৃণমূলকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, 'যাঁরা দলের জন্য লড়াই করেছিলেন তাঁরাই বাদ গিয়েছেন। ইতিমধ্যেই অনেক জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। পদত্যাগ শুরু হবে। দল ছাড়া শুরু হবে। অনেকে আমাদের দলে আসার চেষ্টা করছেন। এটা হওয়ারই ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো কর্মীদের উপরে বিশ্বাস রাখতে পারছেন না। তাই দলের পুরোনো কর্মীরা লড়াইয়ের সময় নিজেদের ব্রাত্য মনে করছেন।' পাশাপাশি প্রার্থী তালিকা নিয়ে বামেদেরকেও বিঁধতে ছাড়েননি দিলীপ। তিনি বলেন, 'সিপিএমের যাঁরা দলটাকে ডুবিয়ে ছিলেন, তাঁরাই এখন দলের সাহারা। যোগ্য লোকেরা দল ছেড়ে চলে গিয়েছেন। উপায় নেই সিপিএমের। তাই এখন জেলখাটা লোকজনকে প্রার্থী করতে হচ্ছে।'

প্রসঙ্গত শুক্রবারই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। পাশাপাশি আংশিক তালিকা প্রকাশ করেছে বামেরাও। এবারের প্রার্থী তালিকায় অনেক নতুন মুখ রেখেছে তৃণমূল। রয়েছে তারকার মেলা। রয়েছেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তী, চিরঞ্জিতের মতো তারকারা। টিকিট পেয়েছেন অদিতি মুন্সির মতো সঙ্গীত শিল্পী। খেলার জগত থেকে টিকিট পেয়েছেন, মনোজ তিওয়ারি বিদেশ বসু।  এছাড়াও টিকিট পেয়েছেন, ওমপ্রকাশ মিশ্র, সুজাতা মণ্ডল ও প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির। 

Advertisement

অন্যদিকে আবার টিকিট দেওয়াও হয়নি অনেককে। শারীরিক কারণে টিকিট দেওয়া হয়নি তৃণমূল জমানায় দুবারের অর্থমন্ত্রী অমিত মিত্রকে। শারীরিক অসুস্থতার কারণে টিকিট দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী সোনালী গুহকেও। এছাড়াও প্রার্থী তালিকায় রাখা হয়নি পূর্ণেন্দু বসুকে। পাশাপাশি বাদ গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতেরর প্রতিমন্ত্রী রত্না ঘোষ করের মতো ব্যক্তিত্বও।  


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement