Advertisement

দিলীপের কটাক্ষ, 'মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার ইচ্ছে ভোট মিটলে পূরণ করব'

"মুখ্যমন্ত্রীর (Chief Minister) জেলে যাওয়ার ইচ্ছা আমরা পূরণ করব। তৃণমূল (TMC) যা দুর্নীতি করেছে তার জন্য ভোটের পর ওদের জেলে যেতে হবে। পশ্চিমবঙ্গে (West Bengal) গুলি আর বোমের সংস্কৃতি তৃণমূল নিয়ে এসেছে, আর তাই মানুষ এর থেকে এখন মুক্তি চাইছেন।" বুধবার শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়িতে চা চক্রে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আরও বলেন, "তৃণমূল থেকে প্রতিদিনই প্রচুর নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করছেন। তাঁরা জানেন যে তাঁদের বিরুদ্ধে মামলা হবে, তা সত্ত্বেও তাঁরা বিজেপিতে যোগদান করছে।" 

দিলীপ ঘোষ
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 20 Jan 2021,
  • अपडेटेड 12:18 PM IST
  • "তৃণমূল যা দুর্নীতি করেছে ভোটের পর জেলে যেতে হবে"
  • "পশ্চিমবঙ্গে বোমা গুলির সংস্কৃতি এনেছে তৃণমূল"
  • শিলিগুড়িতে আক্রমণ দিলীপ ঘোষের

"মুখ্যমন্ত্রীর (Chief Minister) জেলে যাওয়ার ইচ্ছা আমরা পূরণ করব। তৃণমূল (TMC) যা দুর্নীতি করেছে তার জন্য ভোটের পর ওদের জেলে যেতে হবে। পশ্চিমবঙ্গে (West Bengal) গুলি আর বোমের সংস্কৃতি তৃণমূল নিয়ে এসেছে, আর তাই মানুষ এর থেকে এখন মুক্তি চাইছেন।" বুধবার শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়িতে চা চক্রে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আরও বলেন, "তৃণমূল থেকে প্রতিদিনই প্রচুর নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করছেন। তাঁরা জানেন যে তাঁদের বিরুদ্ধে মামলা হবে, তা সত্ত্বেও তাঁরা বিজেপিতে যোগদান করছে।" 

অন্যদিকে নেতাজির জন্মদিনে কেন্দ্রের পরাক্রম দিবস পালনের বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য পরাক্রম দেখিয়েছিলেন। এছাড়াও যুবদের কাছে তিনি প্রেরণা। তবে ভোটের আগে হওয়ায় আলোচনা হচ্ছে। কেন্দ্রে আমাদের সরকার আসার পর প্রচুর গুপ্ত ফাইল প্রকাশ্যে এসেছে, আগামিদিনে আরও আসবে।" 

বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ি মন্ডল কমিটির উদ্যোগে এদিন ফুলবাড়ি বাজার এলাকায় এই  চা চক্রের আয়োজন করা হয়। দিলীপ ঘোষ ছাড়াও এই চা-চক্রে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক, স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং কার্যকর্তারা।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার শিলিগুড়িতে দিলীপ অভিযোগ করেন, "তৃণমূল পশ্চিমবঙ্গের রাজনীতিকে অপরাধীকরণের চেষ্টা করছে। সমস্ত সমাজ বিরোধীদের দলে ঢুকিয়ে দিচ্ছে, আর তার পরিণাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং ক্যানিংয়ের ঘটনা।" তিনি বলেন, "গুলি ,বোমা ও বন্দুক দিয়ে সমাধান করার চেষ্টা চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই, মুখ্যমন্ত্রীরও কোনও নিয়ন্ত্রন নেই। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের অন্দরেই যে মারকাট  চলছে তার প্রভাব পড়বে সমাজে।"

দিলীপ সেখানে আরও বলেন, "বিজপিকে রুখতে তৃণমূল হিংসাত্মক রূপ নিয়েছে, কিন্তু তাতে কোনও লাভ হবে না।" তাঁর দাবি, "মাওবাদীদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে যারা ক্ষমতায় এসেছিল মানুষ এবার তাদের ক্ষমতাচ্যুত করবে। মানুষ জানে বিজেপি কী, আগামিদিনে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে রাজ্যবাসীকে সুশাসন দেবে।"

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement