Advertisement

এবার শিশির-দিব্যেন্দু বিজেপিতে ? কী বললেন দিলীপ ঘোষ

শুভেন্দু (Suvendu Adhikari) ও সৌমেন্দুর (Soumendu Adhikari) পর শিশির অধিকারী (Sisir Adhikari) এবং দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) কি বিজেপিতে (BJP) যোগ দেবেন? জবাবে তাঁর কাছে এই সম্পর্ক কোনও খবর নেই বলেই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "আমরা সবাইকে গ্রহণ করছি এবং করবো। তাঁদের সিদ্ধান্ত নিতে হবে তাঁরা আসবেন কি না। এটা তাঁদের ওপর নির্ভর করছে। তাঁরা সাংসদ। তাঁরা আইন জানেন। তাঁরা কি এই বিষয়ে কাউকে জানিয়েছেন? আমার তাঁদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।" 

দিলীপ ঘোষ
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 02 Jan 2021,
  • अपडेटेड 1:07 PM IST
  • "আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি"
  • "তাঁরা সাংসদ, আইন জানেন"
  • শিশির ও দিব্যেন্দুর বিজেপিতে যোগদান জল্পনায় মন্তব্য দিলীপের


শুভেন্দু (Suvendu Adhikari) ও সৌমেন্দুর (Soumendu Adhikari) পর শিশির অধিকারী (Sisir Adhikari) এবং দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) কি বিজেপিতে (BJP) যোগ দেবেন? জবাবে তাঁর কাছে এই সম্পর্ক কোনও খবর নেই বলেই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "আমরা সবাইকে গ্রহণ করছি এবং করবো। তাঁদের সিদ্ধান্ত নিতে হবে তাঁরা আসবেন কি না। এটা তাঁদের ওপর নির্ভর করছে। তাঁরা সাংসদ। তাঁরা আইন জানেন। তাঁরা কি এই বিষয়ে কাউকে জানিয়েছেন? আমার তাঁদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।" 

প্রসঙ্গত অমিত শাহের হাত ধরে বিজেপিতে এসেছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই প্রশ্ন উঠছিল কী করবেন অধিকারী পরিবারের বাকি সদস্যরা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নতুন বছরের প্রথম দিনেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন কাঁথি পুরসভার আরও বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর। স্বভাবতই তারপর থেকে প্রশ্ন উঠতে শুর করেছে এবার কি তবে শিশির ও দিব্যেন্দুর পালা। 

অন্যদিকে ভ্যাকসিন প্রসঙ্গে দিলীপ বলেন, "আমি চিকিৎসক নই। আমার ভ্যাকসিন সম্পর্কে কোনও ধারনা নেই। আমি রাজনৈতিক ভ্যাকসিন দি।" দিলীপ আরও বলেন, "আশা করি খুব তাড়াতাড়িই টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে, যাতে মানুষ আত্মবিশ্বাস ফিরে পাবেন। মানুষ আতঙ্কে আছেন। কেউ কেউ এখনও বাড়ি থেকে বেরোচ্ছেন না। টিকাকরণ শুরু হলে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হব।" এদিকে এদিনই সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও শুরু হয়েছে ভ্যাকসিনের ড্রাই রান। দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙায় আয়োজিত হয়েছে ভ্যাকসিনের ড্রাই রান কর্মসূচি।  

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement