অভিনেতা তথা তৃণমূলের (TMC) তারকা প্রার্থী কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) নামে দেওয়াল লিখনের ওপরে গোবর লাগানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলির কোন্নগরের কাশারি পুকুর এলাকায়। একটু দূরে থাকা সিপিআইএম (CPIM) প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং-এও গোবর লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। ২ জন বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন দেওয়ালে কাঞ্চন মল্লিকের নামের ওপরে গোবর লাগানো রয়েছে। খবর যায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোন্নগর শহর তৃণমূলের সহ সভাপতি শুভাশিস চৌধুরী। তাঁর অভিযোগ, "এখানে কিছু দুষ্কৃতী বিজেপিতে যোগ দিয়েছে। নোংরা রাজনীতি করছে। তারা বুঝে গিয়েছে যে এখানে হারবে, তাই এখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।"
শুভাশিস বাবুর আরও অভিযোগ, "এবারই প্রথম নয়, এর আগেও এই এলাকার এমন ঘটনা ঘটেছে। যেখানে মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের ওপরে পানের পিক ফেলে দেওয়া হয়। এখন আবার এই নোংরামো শুরু হয়েছে।" শুভাশিসবাবুর প্রশ্ন, "এরপর এলাকার মানুষ ও দলের কর্মীরা উত্তেজিত হয়ে যদি কোনও অঘটন ঘটে তাহলে তার দায় কে নেবে?"
এক্ষেত্রে শুধু তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনেই নয়, একটু দূরে থাকা সিপিআইএম প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং-এও গোবর লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই ২ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।