Advertisement

মহুয়ার পর অমিতাভ, সাংবাদিকদের 'মাফিয়া' বলে আক্রমণ

মাত্র কয়েকদিন আগের ঘটনা, সাংবাদিকদের 'দু পয়সার প্রেস' বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার সেই একই পথে হেঁটে সাংবাদিকদের 'প্রেস মাফিয়া' বলে আক্রমণ করলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় (Amitava Banerjee)। রবিবার (Sunday) এক জনসভায় তিনি বলেন, "লোহা চোর, কয়লা চোরদের, সঙ্গে প্রেস মাফিয়ারাও (Press Mafia) বিজেপির হয়ে কাজ করছে।" আর শুধু তাই নয় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের সামনেই বিজেপি (BJP) কর্মীদের 'মেরে তাড়ানোর' নিদানও দেন তিনি। অমিতাভ বলেন, "বিজেপি মানেই শত্রু। দলের ঝান্ডার সঙ্গে মোটা লাঠি লাগান। বিজেপি কর্মীদের ওই লাঠি নিয়ে তাড়া করে মাঠ ফাঁকা করে দিন। আগে মারুন বিজেপি কর্মীদের, তারপর বাকিটা আমরা বুঝে নেব।" 

প্রতীকী ছবি
অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 04 Jan 2021,
  • अपडेटेड 10:02 AM IST
  • আবারও তৃণমূলের নিশানায় সংবাদমাধ্যম
  • সাংবাদিকদের 'প্রেস মাফিয়া' বলে আক্রমণ
  • আক্রমণ দুর্গাপুরের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের


মাত্র কয়েকদিন আগের ঘটনা, সাংবাদিকদের 'দু পয়সার প্রেস' বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার সেই একই পথে হেঁটে সাংবাদিকদের 'প্রেস মাফিয়া' বলে আক্রমণ করলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় (Amitava Banerjee)। রবিবার (Sunday) এক জনসভায় তিনি বলেন, "লোহা চোর, কয়লা চোরদের, সঙ্গে প্রেস মাফিয়ারাও (Press Mafia) বিজেপির হয়ে কাজ করছে।" আর শুধু তাই নয় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের সামনেই বিজেপি (BJP) কর্মীদের 'মেরে তাড়ানোর' নিদানও দেন তিনি। অমিতাভ বলেন, "বিজেপি মানেই শত্রু। দলের ঝান্ডার সঙ্গে মোটা লাঠি লাগান। বিজেপি কর্মীদের ওই লাঠি নিয়ে তাড়া করে মাঠ ফাঁকা করে দিন। আগে মারুন বিজেপি কর্মীদের, তারপর বাকিটা আমরা বুঝে নেব।" 

এদিন পুলিশকেও একহাত নেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্রমণ, "পুলিশ সেইদিনও আমাদের ছিল না, আজও আমাদের সঙ্গে নেই। ওরা পাঁচিলে বসে আছে, কখন কে ক্ষমতায় আসে তা দেখার জন্য।" তবে এত কিছু সত্ত্বেও তৃণমূলই ফের ক্ষমতায় আসবে বলেও দাবি করেন দুর্গাপুরের এই মেয়ার পারিষদ। 

পরে যদিও সাংবাদিকদের উদ্দেশ্যে করা নিজের মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, "গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রেস, অজান্তে তার উপরে আঘাত করে ফেলেছি।" তবে অমিতাভবাবু দুঃখ প্রকাশ করলেও তাঁর কড়া সমালোচনা করেছে গেরুয়া ব্রিগেড। বিজেপির জেলা সভাপতি লক্ষন ঘড়ুই বলেন, "তৃনমূলে ভাল লোক নেই। দুর্গাপুরে গত পুরসভা নির্বাচনে গুন্ডা নিয়ে ভোট করিয়েছিল। ২১-এও সেই রকমই গুন্ডা দিয়েই ভোট করাবে। তাঁরা প্রকাশ্য সভায় হুমকি দিচ্ছেন। উনি যা বলেছেন তাতে ধিক্কার জানাচ্ছি।" প্রসঙ্গত কয়েকদিন আগেই সাংবাদিকদের উদ্দেশ্যে মহুয়া মৈত্রের 'দু পয়সার' প্রেস মন্তব্য ঘিরেও সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মাধ্যমে। তাঁর মন্তব্যের বিরুদ্ধে সরব হয় কলকাতা প্রেস ক্লাবও। ঘটনায় মহুয়া পরে সোশ্যাল সাইটে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও তাতেও ছিল কথার মারপ্যাঁচ। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement