Advertisement

"বয়সের কারণেই অব্যাহতি শিশির অধিকারীকে", সাফাই ফিরহাদ হাকিমের

"ডিএসডিএ-র (DSDA) চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারীকে (Sisir Adhikari) অপসারণ করা হয়নি। তাঁর শারীরিক সমস্যার কারণে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, এই পরিস্থিতিতে তাঁর থেকে কম বয়সিদের দায়িত্ব দেওয়া হয়েছে।" দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারীকে সরানোর প্রসঙ্গে এমনটাই বললেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ফিরহাদ হাকিম
তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 12 Jan 2021,
  • अपडेटेड 3:57 PM IST
  • "শারীরিক কারণে বৈঠকে আসতে পারছিলেন না শিশির"
  • "বিশ্বাস করি তিনি তাঁর ছেলের মতো আদর্শ পাল্টাবেন না"
  • শিশির অধিকারীর অপসারণ প্রসঙ্গে বললেন ফিরহাদ

"ডিএসডিএ-র (DSDA) চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারীকে (Sisir Adhikari) অপসারণ করা হয়নি। তাঁর শারীরিক সমস্যার কারণে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, এই পরিস্থিতিতে তাঁর থেকে কম বয়সিদের দায়িত্ব দেওয়া হয়েছে।" দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারীকে সরানোর প্রসঙ্গে এমনটাই বললেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিরহাদ বলেন, "এর আগেও যখন দুটি বৈঠকে শিশির অধিকারীকে ডাকা হয় তিনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু দিঘা - শঙ্করপুর একটি পর্যটন কেন্দ্র। তাই তাঁর থেকে কম বয়সিদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছ।" এই প্রসঙ্গে ফিরহাদ আরও বলেন, "এর আগেও অনেককে বয়সের কারণে সরতে হয়েছে। আমাকেও সরতে হবে, আদবানিকেও সরতে হবে, মোদীকেও সরতে হবে।" তবে এর পাশাপাশি ফিরহাদ এও বলেন, "শিশিরবাবুকে শ্রদ্ধা করি। বিশ্বাস করি তিনি তাঁর ছেলের মতো আদর্শ বদলাবেন না। আমি বিশ্বাস করি এই বয়সে তিনি গান্ধীবাদ ছেড়ে গোডসে জিন্দাবাদ বলবেন না।" একই সঙ্গে, দল ভারি করার জন্যই মুকুল রায় শিশির অধিকারীকে বিজেপিতে টানতে চাইছেন বলে কটাাক্ষ করেন ফিরহাদ। 

এদিন কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেন ফিরহাদ। তিনি বলেন, "জ্ঞান হারালে মানুষ তাঁদের ভুলে যান যাঁরা তাঁকে তৈরি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া শোভন চট্টোপাধ্যায় কিছুই ছিলেন না। রাজনীতিতে মত পার্থক্য থাকতেই পারে, তবে কৃতজ্ঞতা বোধ হারিয়ে ফেলা উচিত নয়।" শোভনকে বিঁধে ফিরহাদ আরও বলেন, "যিনি তাঁর পরিবারের কাছে সঠিক হতে পারেন না, তিনি কারও কাছেই সঠিক হতে পারবেন না।"

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে ফিরহাদ বলেন, "স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য দিলীপ ঘোষের পরিবারের সদস্যদের অভিনন্দন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার অধিকার পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের রয়েছে। দিলীপবাবু আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা বললেও তাঁর মনে স্বাস্থ্যসাথীর কথাই রয়েছে, কারণ তিনিও জানেন কোনটা ঠিক আর কোনটা ভুল।" 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement