Advertisement

"আব্বাসের জন্য অধীরকে না জোটে ধাক্কা খেতে হয়", তীর্যক মন্তব্য ফিরহাদের

"আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) জন্য অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) না জোট থেকে ধাক্কা খেতে হয়। আব্বাস আসতেই দেখলাম, সভাতে সবাই উঠে দাঁড়িয়েছে। কিন্তু অধীরের আসার সময়ে কেউ এমন করেননি", বাম কংগ্রেস আইএসএফ-এর সংযুক্ত মোর্চাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ফিরহাদ হাকিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2021,
  • अपडेटेड 5:50 PM IST
  • "দুটো দল খুঁড়িয়ে চলছিল, একট আবার ক্র্যাচ এসেছে" 
  • বাম, কংগ্রেস ও আইএসএফ-এর জোটকে কটাক্ষ ফিরহাদের
  • জোটের ভবিষ্যৎ নিয়েও তুললেন প্রশ্ন

"আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) জন্য অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) না জোট থেকে ধাক্কা খেতে হয়। আব্বাস আসতেই দেখলাম, সভাতে সবাই উঠে দাঁড়িয়েছে। কিন্তু অধীরের আসার সময়ে কেউ এমন করেননি", বাম কংগ্রেস আইএসএফ-এর সংযুক্ত মোর্চাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বাম কংগ্রেস আইএসএফের জোটকে নিশানা করে ফিরহাদ বলেন, "দুটো দল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল,  একট আবার ক্র্যাচ এসেছে।" 

রবিবার ব্রিগেডে সমাবেশ চলাকালিন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী সভামঞ্চে পৌঁছতেই তাঁর সমর্থকেরা উৎসাহে চিৎকার শুরু করেন। সেই সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। চিৎকারে বক্তব্য থামাতে হয় তাঁকে। বিরক্ত হয়ে নিজের ভাষণ প্রায় বন্ধই করতে চলেছিলেন অধীর। যদিও যথাসময়ে পরিস্থিতি সামাল দেন বিমান বসু। তবে এই বিষয় পরে অধীরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যেহেতু সেই সময় আব্বাসকে দেখে উৎসাহিত জনতা চিৎকার করছিলেন, তাই তিনি সাময়িক বক্তব্য থামিয়েছিলেন। কিন্তু এর অর্থ জোটে কোথাও সমস্যা রয়েছে এমনটা কখনই নয়। 

সূত্রের খবর আসন বণ্টন নিয়ে আব্বাসের সঙ্গে মত পার্থক্য চলছে কংগ্রেসের। সেক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে জোটে জট নেই বলে অধীর যতই দাবি করুন না কেন, আব্বাস সিদ্দিকীর বক্তব্য কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে না। এদিন সভামঞ্চে বক্তব্য রাখার সময় আব্বাস বলেন, "বামেরা আমাদের দাবি অনুযায়ী আসন ছেড়েছে। তাই যেখানেই বামেরা প্রার্থী দেবে সেখানেই রক্ত দিয়ে জেতাব।" এরপরেই নাম না করে কংগ্রেসকে আব্বাসের বার্তা,  "ভাগিদারী করতে এসেছি তোষণ করতে নয়।" এমনকি এদিন সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্বাস বলেন, "আমাদের দরজা খোলা আছে। আমরা খবর পেয়েছি সোনিয়া গান্ধী চাইছেন, কিন্তু বাংলার কেউ কেউ ঢিলেমি করছে। বেশিদিন অপেক্ষা করা যাবে না।" এক্ষেত্রে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও মনে করেন. জোট বেশিদূর যাবে না। এখন দেখার সত্যিই সংযুক্ত মোর্চার ভবিষ্যত কী। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement