Advertisement

India Today Conclave East 2021: 'ওয়েইসি! কেন নেন ওঁর নাম?' AIMIM প্রধানকে গুরুত্বই দিলেন না মমতা

India Today Conclave East 2021-এ এসে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, কেন ওঁর নাম করেন? টিভিতে পপুলার করেন? তাঁর ব্যাপারে প্রশ্ন শেষ হওয়ার আগেই মমতা বলে ওঠেন, ধ্যাৎ! আসতে চায়, আসতে দিন, খেতে চায়, খেতে দিন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছবি: ইয়াসির ইকবাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2021,
  • अपडेटेड 7:31 PM IST
  • অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
  • বৃহস্পতিবার তাঁর প্রশ্ন, কেন ওঁর নাম করেন
  • ওয়েইসিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে চান না তিনি

India Today Conclave East 2021-এ এসে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার তাঁর প্রশ্ন, কেন ওঁর নাম করেন? ওয়েইসিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে চান না তিনি।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, কেন ওঁর নাম করেন? টিভিতে পপুলার করেন? তাঁর ব্যাপারে প্রশ্ন শেষ হওয়ার আগেই মমতা বলে ওঠেন, ধ্যাৎ! আসতে চায়, আসতে দিন, খেতে চায়, খেতে দিন।

ওয়েইসি সম্পর্কে তিনি আরও বলেন, নাম কেন নেন? বসতে দিন, খেতে দিন। নেগেটিভ পাবলিটি পজিটিভ পাবলিসিটি হয়ে যায়। আমার ভোট ব্যাঙ্ক কমবে না। আরও বাড়বে।

ফুরফুরা শরিফে পীরজাদা আববাস সিদ্দিকির নতুন দল করেছেন। এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি কোনও কড়া মন্তব্য করেননি। তিনি বলেন, ছোট ছেলে। ফুরফুরা শরিফ সহ সবাই আমাদের সঙ্গে রয়েছেন। মানে ধর্মনিরপেক্ষতার সঙ্গে।

রাজ্য সরকার কী কী করতে পেরেছে, সে ব্য়াপারে জানান মমতা। তিনি বলেন, খাদ্য, শিক্ষা এখানে নিখরচায়। এটা চালিয়ে যাব আমরা। অনেকে বলেন, আমাদের দলের আদর্শ কী? আমরা তাঁদের জানাই, আমাদের দলের আদর্শ জনমুখী। সরকার মানে মানুষের জন্য। আমরা কখনও কর বাড়াই না। আমরা কৃষকের সঙ্গেও রয়েছি, শ্রমিকের সঙ্গেও রয়েছি, মহিলাদের সঙ্গেও রয়েছি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement