অমিত শাহের (Amit Shah) দিল্লি (Delhi) ফেরার পরের দিনই বিজেপিতে (BJP) যোগদান অনুষ্ঠানে গোষ্ঠী সংঘর্ষ। একে অপরের দিকে চেয়ার ছুঁড়লেন দলের কর্মী সমর্থকেরা। ঘটনার জেরে উত্তজনা ছড়াল দুর্গাপুরে (Durgapur)। টাকা নিয়ে একদল কয়লা মাফিয়াকে বিজেপিতে যোগদান করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।
জানা গেছে, সোমবার দুর্গাপুরে কয়েকজনের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে নির্ধারিত হয়। সেই যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। কিন্তু তার আগেই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপির দুই গোষ্ঠী। এক গোষ্ঠীর অভিযোগ, কিছু কয়লা মাফিয়াকে দলে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এদিন সেই ঘটনারই প্রতিবাদ জানানো হয়। তার জেরেই তাদের ওপর হামলা চালায় অপর গোষ্ঠী। করা হয় ব্যাপক মারধর। চলে চেয়ার ছোড়াছুড়ি। কার্যত খণ্ডযুদ্ধ লেগে যায় দুই পক্ষের মধ্যে।
বিজেপির ওয়ার্ড সভাপতি অমিত যাদবের অভিযোগ, "সেই সব কয়লা মাফিয়ারাই দলে যোগদান করছে, যারা ২০১৭ সালে পুরনিগম ভোটের সময় আমাদের ওপর হামলা চালিয়েছিল এবং মিথ্যা মামলা দায়ের করেছিল। আমরা তাদের যোগদানের বিরোধিতা করছি।" অমিতবাবুর আরও অভিযোগ, "দলের নেতারা টাকার বিনিময়ে তাদের দলে নিচ্ছেন।" যদিও অপর গোষ্ঠীর তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এসেছে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। যার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব। রাজনৈতিক মহল মনে করছে, যে সময় তৃণমূল সহ অন্যান্য দল থেকে বিজেপিতে আসার হিড়িক বেড়েছে, সেই সময় এই ধরণের ঘটনা একদিকে যেমন সমস্যায় ফলতে পারে গেরুয়া ব্রিগেডকে, অন্যদিকে তেমনই এই ধরনের ঘটনাকে ইস্যু করে প্রচারের ময়দানে ফায়দাও তুলতে পারে ঘাসফুল শিবির।