রাজ্যে জোড়কদমে চলছে প্রচার। বৃহস্পতিবার প্রথম দফার প্রচারের শেষ দিন। আর প্রথম দফার নির্বাচনের আগেই বিজেপিকে (BJP) বিঁধতে হাতে নয়া হাতিয়ার পেয়ে গেল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'বারমুডা' মন্তব্য নিয়ে পালটা আসরে নেমে পড়েছে ঘাসফুল শিবির।
একটি সভায় বক্তব্য রাখাকালীন মুখ্যমন্ত্রীর পায়ের আঘাত নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'বারমুডা' পরার পরামর্শ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "প্লাস্টার কেটে দেওয়া হয়েছে। ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়েছে। আর পা উঠিয়ে উঠিয়ে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পড়ছেন, এক পা খোলা, এক পা ঢাকা। কাউকে এমনভাবে শাড়ি পরতে দেখিনি। পা যখন দেখাতেই হবে, তখন শাড়ি কেন বারমুডা পড়তে পারেন। স্পষ্ট দেখা যাবে।"
দিলীপের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। এটিকে 'কুরুচিকর' মন্তব্য আখ্যা দিয়ে শাসক দলের ট্যুইট, "বিজেপি নেতারা মহিলাদের সম্মান করেন না। বাংলার মা বোনের এর জবাব ২ মে দেবেন।" তৃণমূল (TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ট্যুইট, "দিলীপ ঘোষকে শুধু বিষোদ্গারের জন্যই রাখা হয়েছে।" মহুয়া মৈত্রের ট্যুইট, "এই ধরনের বাঁদরেরা বাংলার নির্বাচন জেতার কথা ভাবছেন।" পাশাপাশি মদন মিত্রের কটাক্ষ, "বিজেপির সংস্কৃতিই এমন।" এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই মন্তব্যকে ঘিরে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
অন্যদিকে মমতাকে উদ্দেশ্য করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারীর কটাক্ষ, "তিনি তো নাকি নন্দীগ্রামেই সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে দিয়েছেন, তাহলে পায়ে চোট লাগার পর তাঁকে ২০০ কিলোমিটার দূরে কলকাতায় কেন যেতে হল?" প্রসঙ্গত, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বারেবারেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির কোনও কোনও নেতা এই ঘটনাকে 'নাটক' বলেও কটাক্ষ করেছেন। আর এবার এহেন মন্তব্য ক্ষোদ বিজেপির রাজ্য সভাপতির।