Advertisement

"২১-এ তৃণমূল বঙ্গে", মেদিনীপুরে স্লোগান মমতার, কী কী বললেন জেনে নিন

"জনগণ আছে সঙ্গে, তাই ২১-এ তৃণমূল আসছে বঙ্গে (2021 Assembly Election West Bengal)।" সোমবার এই স্লোগান তুলেই মেদিনীপুরে (Midnapore) সভা থেকে কার্যত নির্বাচনী ডঙ্গা বাজিয়ে দিলেন তৃণমূল (TMC) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কেন্দ্র তথা বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। পাশাপাশি উপস্থিত জনতাকে তাঁর বার্তা, কোনও অত্যাচারের কাছে মাথা নয়। একইসঙ্গে ধান ছুঁয়ে কৃষকদের পাশে থকার বার্তাও দিলেন মমতা। একনজরে দেখে নেওয়া যাক এদিনের সভায় ঠিক কী কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
মনোজ্ঞা লইয়াল
  • মেদিনীপুর,
  • 07 Dec 2020,
  • अपडेटेड 2:53 PM IST
  • "২০২১ আমাদের, বাংলার"
  • "বহিরাগতদের চিহ্নিত করুন"
  • মেদিনীপুরে বললেন মমতা

"জনগণ আছে সঙ্গে, তাই ২১-এ তৃণমূল আসছে বঙ্গে (2021 Assembly Election West Bengal)।" সোমবার এই স্লোগান তুলেই মেদিনীপুরে (Midnapore) সভা থেকে কার্যত নির্বাচনী ডঙ্গা বাজিয়ে দিলেন তৃণমূল (TMC) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কেন্দ্র তথা বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। পাশাপাশি উপস্থিত জনতাকে তাঁর বার্তা, কোনও অত্যাচারের কাছে মাথা নয়। একইসঙ্গে ধান ছুঁয়ে কৃষকদের পাশে থকার বার্তাও দিলেন মমতা। একনজরে দেখে নেওয়া যাক এদিনের সভায় ঠিক কী কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

"২০২১ আমাদের, বাংলার"

এদিন সভামঞ্চ থেকে ২০২১ এর নির্বাচনে জয় নিশ্চিত করতে উপস্থিত জনতাকে শপথ বাক্য পাঠ করান মমতা। তিনি বলেন "২০২১ আমাদের, ২০২১ বাংলার। জনগণ আছে সঙ্গে, তাই ২১-এ তৃণমূল আসছে বঙ্গে।" 

নাম না করে শুভেন্দুকে বার্তা

এদিনের সভামঞ্চ থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে বার্তাও দেন মমতা। তিনি বলেন, "কেউ যদি মনে করেন তৃণমূলকে ব্ল্যাকমেল করবো, বার্গেন করবো, ভোটের সময় দলকে বিপদে ফেলবো, জেনে রাখুন কিচ্ছু করতে পারবেন না।"

ধান ছুঁয়ে শপথ

এদিন নবান্নের ধান ছুঁয়ে মমত বলেন, "শপথ করলাম, কৃষকদের পাশে ছিলাম আছি থাকবো। সিপিএম কংগ্রেস বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। জেনে রাখো তোমাদের উৎখাতের সময় এসেছে। আগে নিজেদের বাঁচাও।"

"কৃষক আন্দোলনকে সমর্থন"

মমতা বলেন, "সারা ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। তবে বন্‍ধ-কে সমর্থন জানাচ্ছি না। নীতিগত ভাবে আমরা বন্‍ধ-এর বিরুদ্ধে।" 

"বহিরাগতদের চিহ্নিত করুন"

এদিন ফের একবার বহিরাগত তত্ত্ব উষ্কে দেন মমতা। উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁর বার্তা, "বহিরাগত কারা আসছে নজর রাখুন, পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে নজর রাখুন।" 

Advertisement

"অতীত ভুলি না"

মমতা বলেন, "এই মেদিনীপুরের মাটিতেই আন্দোলন হয়েছে, আমরা অতীত ভুলি না। মার খেতে খেতে এই জায়গায় এসেছি। ৩৪ বছর লড়াই করে এসেছি। কারও দয়ায় আসিনি।" 

"বিজেপির গুণ্ডা আছে, কর্মী নেই"

মমতা বলেন, "বিজেপির টাকা আছে, গুণ্ডা আছে, তৃণমূলের মত কর্মী নেই। টাকার জন্য বিজেপির সঙ্গে দোস্তি করব না।" 

"বাংলা গুজরাত হবে না"

বাংলা কোনও ভাবেই গুজরাত হবে না বলে এদিন বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা । পাশাপাশি এনআরসি - সিএএ নিয়ে মমতা তোপ, "অসমে ২০ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে বিজেপি।"  

"কোভিডের টাকা দেয়নি হিসেব চাইছে"

এদিন আমফান এবং কোভিড মোকাবিলায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, "কোভিডের টাকা দেয়নি. কোন মুখে হিসেব চাইছে কেন্দ্র।" একই সঙ্গে এদিন পি এম কেয়ার ফান্ডের টাকার হিসেব প্রকাশের দাবিও জানান তৃণমূল নেত্রী।

"চুরির টাকা রাখতে বিজেপিতে"

বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা দলের নেতাদেরও এদিন নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "অনেক চোর চুরির টাকা সংরক্ষণের জন্য বিজেপিতে যোগ দিচ্ছেন।"

 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement