Advertisement

Left Congress ISF Candidate List : নন্দীগ্রামে মীনাক্ষি, চণ্ডীতলায় সেলিম, রায়দিঘিতে কান্তি, অনেক তরুণ মুখ, ঘোষণা বিমানের

নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম-এর প্রার্থী মীনাক্ষী মুখার্জি, রায়দিঘি থেকে লড়বেন কান্তি গঙ্গোপাধ্যায়।

বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2021,
  • अपडेटेड 6:41 PM IST
  • নন্দীগ্রাম থেকে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায়
  • চণ্ডীতলায় সিপিআইএম নেতা মহম্মদ সেলিম, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য, সিঙ্গুরে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য লড়ছেন
  • বুধবার এ কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

নন্দীগ্রাম থেকে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। চণ্ডীতলায় সিপিআইএম নেতা মহম্মদ সেলিম, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য, সিঙ্গুরে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য লড়ছেন। কামারহাটি থেকে ডিওয়াইএফআই নেতা সায়নদীপ মিত্র, টালিগঞ্জে দেবদূত ঘোষ ভোটে দাঁড়াচ্ছেন। বুধবার এ কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এদিন বিমানবাবু জানান, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম-এর প্রার্থী মীনাক্ষী মুখার্জি, রায়দিঘি থেকে লড়বেন কান্তি গঙ্গোপাধ্যায়। মন্দিরবাজার থেকে আইএসএফ লড়বে। ক্যানিং পূর্ব আইএসএফ। বারুইপুর লায়েক আলি, সিপিআইএম। সাতগাছিয়া সিপিআইএম গৌতম পাল। বিষ্ণুপুর সিপিআইএম ঝুমা কয়াল। উলুবেড়িয়া উত্তর চূড়ান্ত। উলুবেড়িয়া দক্ষিণ কুতুবুদ্দিন আহমেদ। শ্যামপুর কংগ্রেস। বাগনান সিপিআইএম বসির আহমেদ।

তিনি জানান, তারকেশ্বর থেকে সিপিআইএমের সুরজিৎ ঘোষ। খানাকুল পরে জানানো হবে। কোচবিহার দক্ষিণ অক্ষয় ঠাকুর, শীতলকুচি সিপিআইএম সুধাংশু প্রামাণিক। সিতাই কংগ্রেস লড়বে। দিনহাটার ফব আবদুর রউফ। নাটাবাড়িতে আক্কিক হাসান। মাথাভাঙায় অশোক বর্মন, সিপিআইএম। ভাঙড়ে আইএসএফ।

বিমানবাবু জানান, কসবায় শতরূপ ঘোষ, যাদবপুর সুজন চক্রবর্তী। সোনারপুর উত্তর মোনালিসা সিনহা। টালিগঞ্জে দেবদূত ঘোষ। বেহালা পূর্বে সিপিআইএম সোমিতা হক চৌধুরি, বেহালা পশ্চিম নীহার ভক্ত। মহেশতলা সিপিআইএমের প্রভাত চৌধুরি। মেটিয়াবুরুজে মহম্মদ জামাল।

তিনি জানান, বালিতে সিপিআইএম দীপ্সিতা ধর। হাওড়া উত্তর সিপিআইএম পবন সিং, হাওড়া মধ্য কংগ্রেস ঘোষণা করবে। শিবপুর ফব জগন্নাথ ভট্টাচার্য। হাওড়া দক্ষিণ সিপিআইএম সুমিত্র অধিকারী। পাঁচলা আইএসএফ, উলুবেড়িয়া পূর্বও তাদের।

তিনি জানান, ডোমজুড় সিপিআইএম-এর উত্তম বেরা। উত্তরপাড়া রজত বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর কং, সিঙ্গুরে সৃজন ভট্টাচার্য। বলাগড়ে মহামায়া মণ্ডল। চণ্ডীতলা মহম্মদ সেলিম। ডাবগ্রাম-ফুলবাড়িতে দিলীপ সিং। কামারহাটিতে সায়দীপ মিত্র। বরানগর কংগ্রেস। দমদমে লড়ছেন পলাশ দাস। রাজারহাট-নিউটাউনে সপ্তর্ষি দেব।

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement