Advertisement

West Bengal Election 2021 : ফের ভাঙন ঘাসফুলে, আলিপুরদুয়ারে দশরথের হাত ধরে পদ্মে যোগ ২০০ নেতা-কর্মী

দুমাস আগেই তৃণমুল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন দশরথ তির্কি (Dasarath Tirkey)। দশরথ বিজেপিতে যোগদান করার পর কুমারগ্রাম ব্লকে বিজেপি কর্মীরা দশরথের বিরোধিতা করে পথে নামে। বিক্ষুদ্ধ বিজেপি কর্মীরা দশরথের কুশপুত্তলিকা দাহ করে কুমাগ্রাম জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে।

দশরথ তির্কির হাত ধরে বিজেপিতে যোগ দিলেন শ'দুয়েক তৃণমূল কর্মী। মঙ্গলবার আলিপুরদুয়ারে। ছবি: অসীম দত্ত
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 02 Mar 2021,
  • अपडेटेड 5:05 PM IST
  • বিধানসভা নির্বাচনের আগে রাজ্যর শাসকদলে ফের বড়সড় ভাঙন
  • বিজেপি নেতা দশরথ তির্কির হাত ধরে দুই দফায় প্রায় ২০০ সক্রিয় তৃণমুল নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে
  • যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যর শাসকদলে ফের বড়সড় ভাঙন। তৃণমুলের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দশরথ তির্কি (Dasarath Tirkey)-র হাত ধরে দুই দফায় প্রায় ২০০ সক্রিয় তৃণমুল নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

আলিপুরদুয়ার (Alipurduar) কুমারগ্রাম ব্লকে তৃনমুল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। নির্বাচনের ঠিক আগেই দলের এমন ভাঙ্গনে কুমারগ্রাম বিধানসভা আসনটি নিয়ে চিন্তায় রয়েছে শাসক দল তৃণমুল।

মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ার (Alipurduar) জেলা বিজেপি পার্টি অফিসে এই যোগদান পর্বটি হয়। এদিন কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা, এন্ডিবাড়ি, সংকোশ চা-বাগান থেকে তৃনমুলের নেতা কর্মীরা যোগদান করেন। 

দুমাস আগেই তৃণমুল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন দশরথ তির্কি (Dasarath Tirkey)। দশরথ বিজেপিতে যোগদান করার পর কুমারগ্রাম ব্লকে বিজেপি কর্মীরা দশরথের বিরোধিতা করে পথে নামে। বিক্ষুদ্ধ বিজেপি কর্মীরা দশরথের কুশপুত্তলিকা দাহ করে কুমাগ্রাম জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে।


এরপর দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে শান্ত হয় কুমারগ্রামে দশরথ তির্কি (Dasarath Tirkey)বিরোধি বিজেপি কর্মীরা। সেই দশরথের হাত ধরেই এবার শুরু হয়েছে তৃণমুলের ঘর ভাঙ্গার খেলা। দশরথ বিজেপিতে যোগদান করার পর ধাপে ধাপে প্রায় ৭০০ তৃনমুলের নেতা কর্মী বিজেপিতে যোগদান করেছে বলে দাবি দলের।

এদিন কুমারগ্রাম ব্লকের প্রথম সারির তৃনমুল নেতৃত্ব বিজেপিতে যোগদান করে। কৃষান তৃণমুল মজদুর সংগঠনের বর্তমান অঞ্চল সভাপতি নেছার মিয়া বিজেপিতে যোগদেন। এছাড়াও তৃণমূলের বর্তমান অঞ্চল সহ-সভাপতি বিনয় বর্মন, ব্লক যুব সহ-সভাপতি পার্থপ্রতিম রায় যুব ব্লক সাধারন সম্পাদক কমল রায় বিজেপিতে যোগ দেন। 

তৃণমুল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা, কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। এদিনের যোগদান সভায় দশরথ তির্কি (Dasarath Tirkey) বলেন, সবে যোগদান শুরু হয়েছে। নির্বাচনের আগে তৃণমুলের ঝান্ডা ধরার লোক থাকবে না কুমারগ্রাম ব্লকে।

Advertisement

তাঁর দাবি, অনেকেই যোগদান করতে চাইছে। তবে জেলা সভাপতির নির্দেশ মেনে এই যোগদান করা হবে। এদিকে, দুই দফায় কুমারগ্রামের তৃণমুল কর্মীরা বিজেপিতে যোগদান করেন।

জেলা তৃণমুলের সভাপতি মৃদুল গোস্বামী দলত্যাগীদের সমালোচনা করেন। তিনি বলেন, এমন কোনও যোগদানের খবর আমার জানা নেই। যাঁরা যোগদান করছেন, তাঁরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement