"আমি একটা বড় গাধা জানেন তো? এই গদ্দাররা দলে থেকে হাজার হাজার কোটি টাকা করেছে, আমি বুঝতেই পারিনি।" কাঁথি দক্ষিণে নির্বাচনী সভায় গিয়ে নাম না করে এভাবেই অধিকারীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল (TMC) নেত্রী বলেন, "দলে থেকে এত টাকা রোজগার করেছে, আর আমি এতদিন বুঝতেই পারিনি। এরা টাকা করে গুন্ডা পুষে চলেছে, আর সেই গুন্ডাদের টাকা দিচ্ছে।" মমতার আরও আক্রমণ, "২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। মানে মেদিনীপুরের মানুষের সঙ্গে গদ্দারি করেছে। ঘরে সিঁধ কেটে বিজেপিকে (BJP) রাজ্যে এনেছে।"
প্রসঙ্গত বিজেপিতে যোগ দেওয়ার দিনই শুভেন্দু বলেছিলেন ২০১৪ সাল থেকে তাঁর যোগাযোগ রয়েছে অমিত শাহর সঙ্গে। সেদিন অমিত শাহর ভূয়সী প্রশংসাও করেন তিনি। শুভেন্দু বলেন, "অমিত শাহর সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৪ সালে দিল্লির অশোকা লেনে বিজেপির পুরনো দফতরের একটি ঘরে অমিতজির সঙ্গে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছিল। অমিতজি তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি।" সেই কথার প্রেক্ষিতেই এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে এদিনই এগরাতে অমিত শাহের সভমঞ্চে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। যোগ দেওয়ার আগে এদিন শিশির বলেন, "এটা মেদিনীপুরের সম্মান বাঁচানোর লড়াই।" শিশিরের মতে, "মাঠ পরিস্কার, নন্দীগ্রামে জিতবেন শুভেন্দুই।" এগরাতে অমিত শাহের পাশে দাঁড়িয়ে একইসঙ্গে জনতার উদ্দেশ্যে প্রণাম করতে দেখা যায় শিশিরকে। ভারত মাতা কি জয় স্লোগানেও গলা মেলান শিশির। প্রসঙ্গত এবার নন্দীগ্রামে মুখোমুখি লড়াইতে অবতীর্ণ হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর একসময়ের অন্যতম সেনাপতি তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতা - শুভেন্দু লড়াইকে ঘিরে ইতিমধ্যেই নির্বাচনের এপিসেন্টার হয়ে উঠেছে নন্দীগ্রাম। ভবানীপুর ও নন্দীগ্রামকে নিজের 'বড়বোন' ও 'মেজোবোন' বলে আখ্যা দিয়েছেন মমতা। পালটা মমতাকে নন্দীগ্রামে 'বহিরাগত' বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু।