Advertisement

West Bengal Election 2021: "ভয় পাবেন না, এখানে আমি আছি, বাঘের বাচ্ছা", খানাকুলে বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সাম্প্রদায়িক দল করি না। হিন্দু মুসলমান সবাইকে নিয়ে কাজ করি। যখন ঘরে বাঘ তেড়ে আসে তখন আমরা হিন্দু মুসলিম দেখি না, সবাই একসঙ্গে বাঘটাকে মারতে যাই। যখন ঘরে বন্যার জল ঢোকে তখন সবাই একসঙ্গে বাঁচার চেষ্টা করি। হিন্দু মুসলমান একসঙ্গে বাঁচুন, ভাগাভাগি করবেন না।"

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • খানাকুল,
  • 04 Apr 2021,
  • अपडेटेड 12:25 PM IST
  • খানাকুলে প্রচার সভা মমতার
  • ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা
  • তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন

"অসমের বরাকে দিল্লির পুলিশ ছাপ্পা মেরেছে। এখানে ভয় পাবেন না। এখানে আমি আছি। বাঘের বাচ্চা বসে আছি।" খানাকুলে (Khanakul) প্রচার সভায় বললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার হুগলির (Hooghly) খানাকুলে দলের হয়ে সভা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "আমি সাম্প্রদায়িক দল করি না। হিন্দু মুসলমান সবাইকে নিয়ে কাজ করি। যখন ঘরে বাঘ তেড়ে আসে তখন আমরা হিন্দু মুসলিম দেখি না, সবাই একসঙ্গে বাঘটাকে মারতে যাই। যখন ঘরে বন্যার জল ঢোকে তখন সবাই একসঙ্গে বাঁচার চেষ্টা করি। হিন্দু মুসলমান একসঙ্গে বাঁচুন, ভাগাভাগি করবেন না।" এরপরেই অসমের বরাকের উদাহরণ টেনে মমতা বলেন, "এখানে আমি আছি ভয় পাবেন না, আমি বাঘের বাচ্চা।" 

অন্যান্য সভার মতো এখানেও গত ১০ বছরের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামিদিনে ফের সরকার গঠন করলে কী কী করবেন তারও তালিকা শোনান মমতা। তিনি বলেন, "রাজ্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, কাজ সবই বিনামূল্যে মিলছে। আগামিদিনে হাতখরচাও পাওয়া যাবে।" তাই তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। 

খানাকুলের সভা থেকে ফের একবার বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে তিনি বলেন, "বিজেপিকে একটাও ভোট দেবেন না। সব ভোট জোড়া ফুলে দেবেন।" পদ্মফুলকে 'পচা ফুল' আখ্যা দিয়ে মমতা বলেন, "ওটা দাঙ্গার রক্ত। ওটায় কোনও ভোট দেবেন না।" 

একইসঙ্গে এদিন ফের একবার মমতা মুখে শোনা যায় 'খেলা হবে'। মমতা বলেন, "আমি সাঁতার কাটতে পারি, গাছে উঠতে পারি। পা ভাঙা তো কী হয়েছে, এখানকার সমস্ত মায়ের দুটো করে পা। সেটাই আমার পা। সেই পা দিয়েই খেলা হবে। বিজেপিকে খালি করতে হবে।" এদিনের সভা থেকে জনতার উদ্দেশ্যে একটি বলও ছুঁড়ে দেন মমতা। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement