Advertisement

Mamata Banerjee: "ভালভাবে থাকতে চাইলে তৃণমূলের বিকল্প নেই", বললেন মমতা

কমিশনের নিষেধাজ্ঞার জেরে মঙ্গলবার দিনে সভা করতে পারেননি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিষেধাজ্ঞার সময়সীমার শেষ হওয়ার পরেই সভা রয়েছে তাঁর। বারাসত ও বিধাননগরে সভা রয়েছে মমতার।

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2021,
  • अपडेटेड 9:54 PM IST
  • কমিশনের নিষেধাজ্ঞার জের
  • সকালে ধরনা মমতার
  • রাতে বারাসত-বিধাননগরে সভা
  • কোভিডের সময় কোথায় ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ। একবারও বাংলায় এসেছিল? ৬৪টি নার্সিংহোমের ভাড়া আমরা দিয়েছি।  
  • তপস চট্টোপাধ্যায় দুষ্টুমিষ্টি ছেলে। সিপিএম করতে করতে আমাদের সঙ্গে এসেছে। আমি তাকেই চাই যে বিজপিকে লড়তে পারে। মিষ্টি মেয়ে অদিতি। সবাই ভোট দেবেন। গদ্দারদের ভোট দেবেন না, মীরজাফরদের ভোট দেবেন না। বললেন মমতা।
  • আজ লেবং-এ গিয়ে অমিত শাহ মিথ্যা কথা বলে এসেছে। আমি একমাত্র এনআরসি করতে দিই নি। আমি চিরকাল সংখ্যালঘু, নমঃসূদ্র, উদ্বাস্তুতেদর নিয়ে লড়াই করেছি। কোনও উদ্বাস্তু উচ্ছেন হবেন না। বিধাননগরে বললেন মমতা। এদের রাজনৈতিক ভাবে ব্যন করা উচিত। সেটাই নির্বাচন কমিশনের করা উচিত ছিল। বিজেপিকে আক্রমণ মমতার। ভোট ভাগ করবেন না। বিজেপিকে বিশ্বাস করবেন না। তৃণমূল বাঙালি অবাঙালি ভাগ করে না। তৃণমূল সবার সঙ্গে থাকে। যদি ভালভাবে থাকতে চান তাদলে তৃণমূলের বিকল্প নেই। বিধাননগরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে যাব। আমায় হারানোর ক্ষমতা কারও নেই। রাজনীতি করাকে আমি সেবা মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষকে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে। কী ভুল বলেছে? প্রশ্ন তুললেন মমতা।
  • এবারের নির্বাচন বাংলার ইজ্জতের নির্বাচন, দেশ বাঁচাতোর নির্বাচন। এরা রেল বিক্রি করে দিচ্ছে। কোনদিন ব্যাঙ্ক বন্ধ করে দেবে। বলবে আর টাকা পাওয়া যাবে না। ভোট দিলে নাকি ৫০০ টাকা ক্যাস দিচ্ছে। বলুন ক্যাস নয় বিনামূল্যে গ্যাস চাই। একটা ফেসলেস সরকার।
  • ৪০০ কেটি টাকা দিয়ে তীর্থস্থান বাঁধিয়েছি। কন্যাশ্রী, সবুজসাথী, সবুজশ্রী করেছি। আমরা করে বলছি। আপনার চান বিনামূল্যে রেশন পেতে? তাহলে তৃণমূলকে ভোটটা জিতে হবে।
  • কেন ভোটের দিন প্রধানমন্ত্রী আসবেন? দরকারে ভোটের দিন আমিও সভা করব না। তিনি মানুষকে প্রতারণা করছেন। মোদী এমন করছেন যেন সুপার ভগবান। বললেন মমতা। 
  • বিজেপির সুরাটে পার্টি অফিস থেকে কোভিডের ওষুধ দিচ্ছে, সরকারটাকে পার্টি অফিসে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের অপদার্থতার জন্য কোভিড বেড়েছে। আমি ফেব্রুয়ারি মাসে টিকা চেয়ে চিঠি লিখেছি। আমায় দেয়নি। কেন দাওনি? আগামিকাল থেকে শুরু করবো টিকা দেওয়া। শুধু নির্বাচনের সময় ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে। বললেন মমতা।
  • নরেন্দ্র মোদী বলছ মমতা বন্দ্যোপাধ্যায় মতিয়াদের জন্য কিছু করেনি। চ্যালেঞ্জ করছি যদি প্রমাণ করতে পার তাহলে রাজনীতি ছেড়ে নেব, নয়তো তুমি কান ধরে ওঠবোস করবে। মোদীকে চ্যালেঞ্জ মমতার।
  • রাজবংশীদের কাছে গিয়ে তাঁদের খেপাচ্ছ আমার নামে। নরেন্দ্র মোদী ভোটের সময় মতুয়া দরদ দেখাচ্ছ। আগেও তো বাংলাদেশ গেছ, তখন যাওনি কেন? মোদীকে বিঁধলেন মমতা।
  • তোমাদের লোক লস্কর আছে, সব আছে, তাও তোমরা হারবে কেন জানো। কারণ আমি স্ট্রিট ফাইটার। আমি নিজেকে স্ট্রিট ফাইটার বলতে গর্বিত। 
  • এবার ভোটে মা বোনেরা বাংলার সম্মান রক্ষা করবেন, এটা আমি বিশ্বাস করি। তোমদের কাছে কোটি কোটি টাকা আছে। সব নিয়ে নেমেছে, তা সত্ত্বেও তোমরা এত ভয় পাচ্ছ কেন। বারাসতে বিজেপিকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভার ওপরে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে কমিশন। সেই অনুযায়ী গতকাল সোমবার রাত ৮ থেকে আজ রাত ৮ পর্যন্ত কোনও সভায় বক্তব্য রাখতে পারবেন না মমতা। এর প্রতিবাদে এদিন গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পরেই সভা করবেন মমতা। প্রথমে বারাসত ও পরে বিধাননগরে সভা করবেন তিনি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement