বীরভূমে (Birbhum) প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে রাজ্য সরকারে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পাড়ায় পাড়ায় সমাধান নামে নতুন এক কর্মসূচির কথাও ঘোষণা করা হয় বৈঠক থেকে। পাশাপাশি তুলে ধরা হয় দুয়ারে সরকার কর্মসূচির সাফল্যের খতিয়ান। এক নজরে দেখে নেওয়া যাক এদিনের বৈঠকের সারাংশ।
'পাড়ায় পাড়ায় সমাধান'
'দুয়ারে সরকারের' পর এবার রাজ্য সরকারের নয়া কর্মসূচি 'পাড়ায় পাড়ায় সমাধান'। মূলত এলাকার ছোটখাটো সমস্যা সমাধানের জন্যই চালু করা হচ্ছে এই কর্মসূচি। যার জন্য থাকছে আলাদা টাস্ক ফোর্স। আগামী বছরের ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি।
'দুয়ারে সরকার' কর্মসূচির সাফল্য
এদিনের বৈঠকে তুলে ধরা হয় 'দুয়ারে সরকার' কর্মসূচির সাফল্য। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেড়কোটি মানুষ 'দুয়ারে সরকার' কর্মসূচিতে অংশ নিয়েছেন। খাদ্যসাথীর জন্য আবেদন জমা পড়েছে ১৮ লক্ষ। কাস্ট সার্টিফিকেটের জন্য জমা পড়েছে ১৫ লক্ষেরও বেশি আবেদন।
কর্মীদের প্রশংসা
'দুয়ারে সরকার' কর্মসূচিতে ভাল পরিষেবা দেওয়ার জন্য এদিন কর্মী ও আধিকারিকদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আগামী দিনে এই মডেল বিশ্বে নজির সৃষ্টি করবেন এবং যাঁরা পরিষেবা দিচ্ছেন তাঁদের নাম স্বর্ণাক্ষারে লেখা থাকবে।"
কাস্ট সার্টিফিকেট নিয়ে কড়া বার্তা
মানুষকে কাস্ট সার্টিফিকেট প্রদানের বিষয়ে প্রশাসনিক বৈঠক থেকে আরও একবার কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'দুয়ারে সরকার' সর্মসূচি থেকে কাস্ট সার্টিফিকেটের বিষয়ে কাউকে ফেরানো যাবে না বলে এদিন ফের স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি।
পাথরচাপড়িতে ১ লক্ষ কর্মসংস্থান
এদিন মুখ্যমন্ত্রী বলেন, পাথরচাপড়িতে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এটা হলে আগামী ১০০ বছর বিদ্যুতের অভাব হবে না বলেই জানান তিনি। একইসঙ্গে যেহেতু আদিবাসীদের জমি, তাই চাকরি থেকে যাতে কেউ বঞ্চিত না হন, সেই দিকটিও দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী।
বিশ্বভারতীর রাস্তা ফেরত
বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিচ্ছে রাজ্যের পূর্ত দফতর, চিঠি দিয়ে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বক্রেশ্বর ও ফুল্লরাকে অনুদান
এদিনের বৈঠকে বক্রেশ্বর উন্নয়নের জন্য ৩ কোটি এবং ফুল্লরার উন্নয়নের জন্য ১ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।