Advertisement

আজও গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী! চাঞ্চল্যকর অভিযোগ মমতার

আজ ষষ্ঠ দফার ভোট চলাকালীন ফের গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata
অনিল গিরি
  • আসানসোল,
  • 22 Apr 2021,
  • अपडेटेड 4:52 PM IST
  • ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব মমতা
  • অশোকনগরে বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ
  • অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন

আজ ষষ্ঠ দফার ভোট চলাকালীন ফের গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আসানসোলে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। সেখানে তিনি বলেন, 'আজ আবার অশোকনগরে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।' এরপরই কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, 'আপনারা যদি গুলি চালান তাহলে আমরাও আইনি পদক্ষেপ করব। অভিযোগ দায়ের করব।' 

প্রসঙ্গত, আজ সকালে ভোট ঘিরে উত্তেজনা ছড়ায় অশোকনগরে। উত্তেজনা থামাতে কেন্দ্রীয় বাহিনীকে আসরে নামতে হয়। তারপরই তৃণমূলের তরফে বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলা হয়। যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ অস্বীকার করে। তাদের তরফে জানানো হয়, অশোকনগরে গুলি চলার কোনও ঘটনা ঘটেনি। 

শীতলকুচিতে ভোট চলাকালীন জওয়ানদের গুলিতে মারা যান ৪ জন, তারপর থেকেই উত্তেজনা রাজ্যে

এবার রাজ্যে ভোট শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন মারা যাওয়ার পর, তিনি আরও সুর চড়ান। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক সভা থেকে আক্রমণ শানান। এই নিয়ে মমতার বিরুদ্ধে পদক্ষেপও করে কমিশন। তাঁর প্রচারে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু, নিষেধাজ্ঞা কাটতেই ফের বাহিনীর বিরুদ্ধে সরব হতে শুরু করেন তিনি। 

আরও পড়ুন : হঠাত্‍ অসুস্থ মন্ত্রী সাধন পাণ্ডে, নিয়ে যাওয়া হল হাসপাতালে

আজকের সভা থেকে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তাঁর অভিযোগ, জায়গায় জায়গায় বুথ দখলের চেষ্টা করছে বিজেপি। বাহিনীর সামনেই এসব হচ্ছে। তারা কোনও পদক্ষেপ করছে না। কমিশনকে জানিয়েও কাজ হচ্ছে না। রাজ্যে বহিরাগতদের ঢোকানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

Advertisement
নরেন্দ্র মোদী হিংসায় উস্কানি দিচ্ছেন, অভিযোগ মমতার

সম্প্রতি আসানসোলের সভা থেকে রাজ্যের হিংসা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোলে হিংসার জন্য দায়ী করেছিলেন তৃণমূলকে। তার প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, 'সেদিনের সভা থেকে হিংসায় উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন মোদী। ওঁর লজ্জা হওয়া উচিত।' 

আরও পড়ুন : Weather: আজও ঝড়-বৃষ্টি! স্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের

এদিকে তপনের সভা থেকেও করোনা ইস্যুতে মোদীকে আক্রমণ করেন মমতা। বলেন, 'তুমি করোনার ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে ৷ আর আমাদের কিনতে দাওনি ৷ আমাদের বলে দিয়েছিল, কোনও রাজ্য পারবে না কেন্দ্রের অনুমতি ছাড়া ৷ তাই আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement