মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পরে আজ প্রথম অরাজনৈতিক সভায় দেখা যেতে চলেছে শুভেন্দু অধিকারীকে। এই সভা ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। সভায় তিনি ঠিক কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে সকলে। অন্যদিকে লকডাউনের পরে ডায়মন্ডহারবারে জনসভা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাতেও নজর রয়েছে সকলের।
আজ শুভেন্দুর সভা
দিন কয়েক আগেই রাজ্য সরকারের মন্ত্রিপদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের শাসকদলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দুর। সম্প্রতি বিভিন্ন অরাজনৈতিক মঞ্চেও দেখা যাচ্ছিল। রাজ্যের আনাচে-কানাচে চোখে আসছিল শুভেন্দুর সমর্থনে পোস্টার। এমন পরিস্থিতি তৃণমূলের তরফ থেকে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় উদ্যোগী হয়ে শুভেন্দু সঙ্গে বৈঠক করেন। দুটি বৈঠকেও কোনও রফাসূত্র মেলেনি বলে খবর। এর পরেই মন্ত্রিপদ থেকে ইস্তফা দিয়ে দেন। শুভেন্দু তাঁদের দলে আসলে স্বাগত, এমনটাই বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে শুভেন্দু কিংবা এই নেতার ঘনিষ্ঠ মহল থেকে এখনও এমন কিছু বলা হয়নি। এমন পরিস্থিতিতে মহিষাদলের ছোলাবাড়ির মাঠে অরাজনৈতিক সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই সভার ঠিক এক দিন আগে থেকেই মহিষাদলে ছেয়ে গিয়েছে শিবসেনার পতাকায়। ফলে পুরো বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখনও শুভেন্দু এই সভা থেকে কী ইঙ্গিতপূর্ণ বার্তা দেন সেই তাকিয়ে বঙ্গ রাজনৈতিক মহল।
নজর অভিষেকের সভাতেও
একই সময়ে ডায়মন্ডহারবারে নোদাখালিতে আজ জনসভা করবেন তৃণমূল সাংসদ ও যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর সভা করার সময়েই অভিষেকের এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। ডায়মন্ডহারবার তৃণমূলের শক্ত ঘাটি বলেই পরিচিত। লকডাউনের পরে অভিষেক প্রথম জনসভা এখানে থেকেই শুরু করছেন। এই সভায় তাঁর বক্তব্যের দিকেই তাকিয়ে রয়েছেন দলের অনুগামীরা। প্রসঙ্গত, শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে ইস্তফার পরেই মালদায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। তাৎপর্যপূর্ণ ভাবে ৩ জন সদস্য সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন। এই মালদা জেলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। পরে জেলা পর্যবেক্ষক পদটিই তুলে দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেটাও নিয়ে একরাশ ক্ষোভ তৈরি হয় শুভেন্দুর মধ্যে বলে খবর।