Advertisement

Early Trends: কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল, রাজ্যে ব্যবধান বাড়াচ্ছে TMC

কৃষ্ণনগর উত্তরে এগিয়ে রয়েছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায় (Mukul Roy)। ওই কেন্দ্রে মুকুলের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চার প্রার্থী সিলভি সাহা। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই কেন্দ্রে প্রায় ১২০০ ভোটে এগিয়ে রয়েছেন মুকুল। 

মুকুল রায়
বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • কৃষ্ণনগর,
  • 02 May 2021,
  • अपडेटेड 11:23 AM IST
  • প্রাথমিক ট্রেন্ডে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল
  • পিছিয়ে কৌশানী মুখোপাধ্যায়
  • নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু

রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের গণনা। প্রথমদিকে তৃণমূল-বিজেপি সমানে সমানে টক্কর থাকলেও বেলা যত বাড়ছে ততই ব্যাবধান বাড়িয়ে এগিয়ে চলেছে তৃণমূল। তবে দল এগিয়ে থাকলেও তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থী ইতিমধ্যেই পিছিয়ে রয়েছেন, যাঁদের মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে বিজেপি পিছিয়ে থাকলেও গেরুয়া শিবিরের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী এগিয়ে রয়েছেন। এক্ষেত্রে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে রয়েছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায় (Mukul Roy)। ওই কেন্দ্রে মুকুলের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চার প্রার্থী সিলভি সাহা। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই কেন্দ্রে প্রায় ১২০০ ভোটে এগিয়ে রয়েছেন মুকুল। 

এবারের নির্বাচনে মকুল রায়কে দল দাঁড় করাতে পারে এমন একটা জল্পনা প্রথম থেকেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত হলও তাই। প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখা গেল কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়কে প্রার্থী করেছে বিজেপি। তারপর থেকেই লাগাতার সেখানে প্রচার চালান মুকুল। নিজের জয়ের বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী দেখা যায় তাঁকে। 

এদিকে নদিয়ায় মুকুল কৃষ্ণনগর উত্তর আসনে এগিয়ে থাকলেও তেহট্ট আসনে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী তাপস সাহা। সেখানে অনেকটাই পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী আশুতোষ পাল। ওই আসনে তৃণমূল প্রার্থীর পরেই রয়েছেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী। পাশাপাশি তৃতীয় রাউন্ডে গণনার পর চাপড়া বিধানসভা কেন্দ্রে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement