বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে একুশের নির্বাচনে ২০০ আসন পার করে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপির ভরাডুবি মোটামুটি নিশ্চিত। এহেন সময়ে বিজেপির তরফে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রথম শুভেচ্ছাবার্তাটি পাঠালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ট্যুইটারে মমতাকে শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিং লিখেছেন, 'দিদিকে অসংখ্য অভিনন্দন। পশ্চিমবঙ্গ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দফায় আমার আমার শুভেচ্ছা।'
ভোট গণনার সকাল থেকেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় লিড নিতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ট্রেন্ড পরিষ্কার হয়ে যায়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ই ক্ষমতায় আসছেন। শুধু আসছেন নয়, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছেন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেস একের পর এক আসনে জয় লাভ করছে। লিডে ২১৩ আসন পেরিয়ে গিয়েছে।
ভোট গণনা শুরুর পরেই ইঙ্গিত দেখে শিবসেনার মুখপাত্র ও সাংসদ সঞ্জয় রাউত আশাপ্রকাশ করে লেখেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই সরকার বানাবে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর লড়াকু মানসিকতার প্রশংসা করে টুইটে লেখেন, 'বাংলার বাঘিনীকে অভিনন্দন। ও দিদি, দিদি, ও দিদি।'
অভিনন্দন জানিয়ে করোনা অতিমারির বিরুদ্ধে এক সঙ্গে লড়াই আহ্বান জানিয়ে টুইট করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। লিখেছেন, 'এই দুরন্ত জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। আমরা একসঙ্গে মানুষের জন্য আমাদের কাজ এবং অতিমারি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাব।'
টুইট করে অভিনন্দন জানিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, 'মমতা দিদি, আপনাকে ভূমি ধস বিজয়ের জন্য অভিনন্দন। একেই বলে লড়াই'।