Advertisement

নেতাজির জন্মদিনে রাজ্যে আসতে পারেন মোদী, বঙ্গ জয়ে বিজেপির ভরসা মনীষীরা?

২০২২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে বছরভর নানা কর্মসূচি পালনের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গঠন করা হয়েছে বিশেষ কমিটি। এবার আরও বেশ কয়েক ধাপ এগিয়ে নেতাজির জন্মদিনে একেবারে রাজ্যে আসার পরিকল্পনা প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীর (Narendra Modi)। সূত্র মারফৎ মিলছে এমনটাই খবর। জানা যাচ্ছে, আগামী ২৩ জানুয়ারি রাজ্যে এসে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ইতিমধ্যেই নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের জন্য বিশেষ কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। পাশাপাশি ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধামন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। 

নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2020,
  • अपडेटेड 10:10 AM IST
  • ২৩ জানুয়ারি রাজ্যে আসতে পারেন মোদী
  • জন্মদিনে শ্রদ্ধা জানাবেন নেতাজিকে
  • বঙ্গ দখলে বিজেপির ভরসা মনীষীরা? প্রশ্ন রাজনৈতিক মহলে

২০২২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে বছরভর নানা কর্মসূচি পালনের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গঠন করা হয়েছে বিশেষ কমিটি। এবার আরও বেশ কয়েক ধাপ এগিয়ে নেতাজির জন্মদিনে একেবারে রাজ্যে আসার পরিকল্পনা প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীর (Narendra Modi)। সূত্র মারফৎ মিলছে এমনটাই খবর। জানা যাচ্ছে, আগামী ২৩ জানুয়ারি রাজ্যে এসে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ইতিমধ্যেই নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের জন্য বিশেষ কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। পাশাপাশি ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধামন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। 

তবে হঠাৎ কেন এই পরিকল্পনা? রাজনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিককালে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বারেবারে 'বহিরাগত' বলে কটাক্ষ করে চলেছে তৃণমূল। এমনকি বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতি ও মনীষীদের সম্পর্কে কিছু জানে না বলেও দাবি রাজ্যের শাসকদলের। এই পরিস্থিতিতে 'বহিরাগত' তকমা খণ্ডন করতে এবং আরও বেশি করে বঙ্গবাসির মন পেতেই বিজেপির এই কর্মসূচি বলে মনে করছেন রাজনীতির বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই বঙ্গে আনাগোনা বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের। বারেবারেই তাঁদের মুখে শোনা গিয়েছে বাংলার নানা মনীষীর কথা। গত অক্টোবর মাসে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল বেশ কয়েকজন মণনীষীর নাম। এমনকি পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যে এসে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে বা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গিয়েছেন। জনিয়েছেন নিজের উপলব্ধির কথা। রাজনৈতিক মহল মনে করছে কবিগুরু, স্বামীজি, নেতাজির মত মনীষীরা জড়িয়ে রয়েছেন বাঙালি হৃদয়ের পরতে পরতে। আর বিধানসভা ভোটের আগে বারবার এই সমস্ত ব্যক্তিত্বের নামের মধ্যে দিয়ে বাঙালির সেই আবেগকেই ছুঁতে চাইছে বিজেপি। এখানে আরও একটা বিষয় মনে রাখতে হবে নেতাজির জন্মদিনে মোদীই নয়, তার আগে ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিনে ফের রাজ্যে আসার কথা রয়েছে অমিত শাহর। এখন দেখার বাংলার মনীষীদের নামে ভর করে বঙ্গবাসীর মন কতটা জিততে পারে গেরুয়া ব্রিগেড। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement