Advertisement

প্রচারের শেষলগ্নে TMC-র সঙ্গে সভা গুরুং-এর, ময়দানে নামল না BJP

রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে ভোট রয়েছে পাহাড়ে। এবারের নির্বাচনে পাহাড়ে কী হতে চলেছে সেই দিকেই নজর সকলের। দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং - রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একমাত্র এই তিনটি কেন্দ্রেই প্রার্থী দেয়নি তৃমূল কংগ্রেস। মমতা বলেছিলেন, 'বন্ধুদের ছেড়ে দেওয়া হল'। কিন্তু সেই বন্ধু কে - বিমল গুরুং না বিনয় তামাং? ধন্দে রয়েছেন পাহাড়ের তৃণমূল সমর্থকরা। এই আবহে দার্জিলং মোটর স্টেশনে তৃণমূলের সঙ্গে যৌথভাবে জনসভা করতে দেখা গেল বিমল গুরুং-কে

Bimal Gurung
কায়েশ আনসারী
  • দার্জিলিং,
  • 14 Apr 2021,
  • अपडेटेड 3:44 PM IST
  • তৃণমূলের সঙ্গে প্রকাশ্য জনসভায় বিমল গুরুং
  • দার্জিলং মোটর স্টেশনে তৃণমূলের সঙ্গে যৌথ সভা করলেন গুরুং
  • সেখানেই অমিত শাহ ও বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন

রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে ভোট রয়েছে পাহাড়ে। এবারের নির্বাচনে পাহাড়ে কী হতে চলেছে সেই দিকেই নজর সকলের। দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং - রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একমাত্র এই তিনটি কেন্দ্রেই প্রার্থী দেয়নি তৃমূল কংগ্রেস। মমতা বলেছিলেন, 'বন্ধুদের ছেড়ে দেওয়া হল'। কিন্তু সেই বন্ধু কে - বিমল গুরুং না বিনয় তামাং? ধন্দে রয়েছেন পাহাড়ের তৃণমূল সমর্থকরা। এই আবহে দার্জিলং মোটর স্টেশনে তৃণমূলের সঙ্গে যৌথভাবে জনসভা করতে দেখা গেল বিমল গুরুং-কে। যেখানে একদা জোটসঙ্গী বিজেপিকে তুলোধনা করলেন গুরুং। 

শাহকে আক্রমণ গুরুং-এর
সোমবার কালিম্পংয়ের রোড শো থেকে গোর্খাদের জন্য একগুচ্ছ আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছিলেন, এনআরসি হলেও গোর্খাদের তাড়ানো হবে না। মঙ্গলবার দার্জিলিংয়ের লেবংয়ের সভা থেকেও আরও এক দফা শাহ জানিয়ে দেন গোর্খারা কখনই অনুপ্রবেশকারী নন। এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল। বলেন,গোর্খাদের ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হবে। এদিন জনসভায় গুরুং দাবি করেন, গত ১২ বছর ধরে বিজেপির সঙ্গে ছিল পাহাড়ের মানুষ। কিন্তু কিছুই পায়নি এখানাকার বাসিন্দারা। ১১ জনজাতির তফসিলি স্বীকৃতিও অবধি পায়নি পাহাড়।

নেপালি নববর্ষে মাতলেন বিনয় তামাং
এবারের নির্বাচনে পাহাড়ে তিনটি আসনে প্রার্থী দিয়েছেন গুরুং। অন্যদিকে, তার আগেই এই ৩ আসনে প্রার্থী দিয়েছিলেন বিনয় তামাং। নিজেদেরকে জিজেএম ২ হিসাবে দাবি করে তিনি দার্জিলিং-এ কেশবরাজ পোখরাল, কালিম্পং-এ রুদান লেপচা এবং কার্শিয়াং-এ টিশেরিং লামাকে টিকিট দিয়েছেন। দুই পক্ষের পিছনেই গোর্খা জনমুক্তি মোর্চার বড় অংশের সমর্থন রয়েছে এমনটাই দাবি গুরুং ও তামাং-এর। এই আবহে প্রচারের শেষদিন আলাদা ব়্যালি করতে দেখা গেল তামাং-কে। নেপালি নববর্ষেও মাতলেন তামাং। 

তৃণমূলের সঙ্গে জোট দুই গোর্খা জনমুক্তি মোর্চারই
গুরুংপন্থী এবং বিনয়পন্থী দুই গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গেই জোট রয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু দুই গোর্খা শিবিরই এবারের ভোটে ৩টি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়েছে। ফলে এই আবাহে পাহাড়ের তৃণমূল সমর্থকরা কাকে সমর্থন করবেন তা নিয়ে ধন্দ রয়েছে। যদিও বিমলের দিকেই রয়েছে পাহাড় টিএমসি।  মনে করা হচ্ছে প্রচারের শেষলগ্নে বিমলের সঙ্গে জনসভা করে কর্মীদের সেই বার্তাই আরও স্পষ্ট করল ঘাসফুল শিবির। 

Advertisement

GNLF-এর সঙ্গে জোট বিজেপির
গত ১৪ বছর ধরে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট রয়েছে বিজেপির। কিন্তু এবার সেই চিত্র বদলে গিয়েছে। পাহাড়ে ফিরে বিমল গুরুং তৃণমূলকে সমর্থনের কথাই ঘোষণা করেছে। এই আবহে জোটসঙ্গী বদলেছে গেরুয়া শিবিরও। পাহাড়ের তিনটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। আর তাদের প্রার্থীকে সমর্থন করছে জিএনএলএফ। যদিও গত দু'দিন পাহাড়ে অমিত শাহের জনসভার পর এদিন প্রচারের শেষলগ্নে গেরুয়া শিবিরতে ময়দানে নামতে দেখা যায়নি। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement