বিজেপি সরকার গড়লে কে হবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী তা স্পষ্ট করেনি গেরুয়া শিবির। তবে আলোচনার টেবিলে সবচেয়ে বেশি নাম উঠছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে নিয়ে। আর এহেন সময়ে কাঁথিতে ভোটপ্রচারে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অধিকাকারী গড়ে দাঁড়িয়ে শুভেন্দুকে পাশে নিয়ে মোদীকে বলতে শোনা গিয়েছে বাংলার ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী। তাতেই জল্পনার আরও পারদ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। সেই সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারীও। এই নিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া স্বাক্ষাৎকারে কাঁথির সাংসদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই যাবতীয় সিদ্ধান্ত নেবেন। তবে নন্দীগ্রাম থেকে তাঁর মেজো ছেলে যে জিতছে সেই ব্যাপারে নিশ্চিত শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা আসনই এবার বিজেপির দখলে যাচ্ছে, এমন দাবি কতে শোনা গিয়েছে তাঁকে।
গত রবিবার এগরায় অমিত শাহের সভায় হাজির হয়েছিলেন শিশির অধিকারী। বুধবার কাঁথিতে প্রধানমন্ত্রীর জনসভাতেও দেখা গেল তাঁকে। ইন্ডিয়া টুডেকে দেওয়া স্বাক্ষাৎকারে শিশির অধিকারীর গলায় শোনা যায় অমিত শাহের সুর। এবার বাংলা থেকে ভারতীয় জনতা পার্টি দুশোর বেশি আসনে জিতবে বলেই আশাবাদী শিশিবরাবু। সেইসঙ্গে আরও বহু মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন বলে দাবি করেন কাঁথির সাংসদ।
এদিন প্রধানমন্ত্রীর কাঁথি সফরের পর ট্যুইট করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা শিশিরবাবুর মেজ ছেলে শুভেন্দু অধিকারী।
মমতাকে নিয়ে শিশির
নন্দীগ্রামে পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসার পর হুইল চেয়ারে করেই প্রচার চালাচ্ছেন তৃণমূলনেত্রী। বিজেপি তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ মমতার। তবে নন্দীগ্রামে ১০ মার্চে ঘটা ঘটনা কেবল দুর্ঘটনা বলেই মনে করেন শিশিরবাবু। নিজের দাবির স্বপক্ষে মমতাকে মেডিক্যাল রেকর্ড দেখানোর চ্যালেঞ্জও দেন তিনি। মঙ্গলবার মেদিনীপুরে রোড শো থেকে আজতকের সঙ্গে সাক্ষাৎকারে একই কথা বলতে শোনা গিয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।