Advertisement

পৃথক ঘটনায় হুগলিতে রাজনৈতিক উত্তেজনা, তৎপরতার সঙ্গে পরিস্থিত সামাল দিল পুলিশ

দুটি পৃথক ঘটনায় উত্তেজনা ছড়াল হুগলি (Hooghly) জেলায়। শনিবার হুগলির কোন্নগরে কর্মসূচি ছিল বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁয়ের। অভিযোগ সেই সময় হঠাৎই কালো পতাকা দেখান তৃণমূলের (TMC) কর্মী সমর্থকেরা। চলতে থাকে জয় বাংলা স্লোগান। পালটা জয় শ্রীরাম ধ্বনি তোলেন বিজেপির কর্মী সমর্থকেরাও। স্লোগান পালটা স্লোগানে  রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। যদি তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

প্রতীকী ছবি
ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 06 Feb 2021,
  • अपडेटेड 10:35 PM IST
  • কোন্নগরে তৃণমূল-বিজেপির মধ্যে উত্তেজনা
  • রিষড়ায় মুখোমুখি কংগ্রেস-বিজেপি
  • উভয় ঘটনাতেই পরিস্থিতি সামাল দিল পুলিশ


দুটি পৃথক ঘটনায় উত্তেজনা ছড়াল হুগলি (Hooghly) জেলায়। শনিবার হুগলির কোন্নগরে কর্মসূচি ছিল বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁয়ের। অভিযোগ সেই সময় হঠাৎই কালো পতাকা দেখান তৃণমূলের (TMC) কর্মী সমর্থকেরা। চলতে থাকে জয় বাংলা স্লোগান। পালটা জয় শ্রীরাম ধ্বনি তোলেন বিজেপির কর্মী সমর্থকেরাও। স্লোগান পালটা স্লোগানে  রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। যদি তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

অন্যদিকে এদিনই মুখোমুখি হন কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) কর্মী সমর্থকেরা। যার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় হুগলির রিষড়াতে। জানা গেছে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এদিন প্রতিবাদ কর্মসূচি ছিল কংগ্রেসের। হঠাৎই সেখানে হাজির হন বিজেপির কর্মী সমর্থকেরা। উভয় পক্ষ মুখোমুখি হওয়ায় জটিল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। রিষড়া থানার আধিকারিক দীপঙ্কর দাসের নেতৃত্বে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 

প্রসঙ্গত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে রাজ্যেনৈতিক সংঘর্ষ ও উত্তেজনার খবর। বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিরোধীরা। একইসঙ্গে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ বিরোধীদের। এমনকি এদিন নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনা করতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কার্যত অভিযোগ করেন, অপরাধমূলক কাজ আরও বেশি করে সংগঠিত করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। পালটা আবার বিজেপি সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ আনছে তৃণমূলও। এই পরিস্থিতে রাজনৈতিক মহল আশঙ্কা, ভোট যত এগিয়ে আসবে ততই রাজ্যে বাড়তে পারে এই ধরনের অশাত্তি ও উত্তেজনার ঘটনা। এখন দেখার গোটা নির্বাচন পর্বে কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয় পুলিশ প্রশাসন।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement