Advertisement

মিঠুনের বাড়িতে RSS প্রধান মোহন ভাগবত, বঙ্গ ভোটের আগে নতুন জল্পনা ডিস্কো ডান্সারকে নিয়ে

বঙ্গভোটের আগে জল্পনার নতুন রসদ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বসন্ত পঞ্চমীর সকালে মুম্বইয়ের মাধ এলাকায় মিঠুনের বাংলোতে হাজির হন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই খবর সামনে আসতেই নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরআগে নাগপুরে আরএসএস প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মিঠুনের।

Mithun ChakrabortyMithun Chakraborty
Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 Feb 2021,
  • अपडेटेड 2:03 PM IST
  • মুম্বইতে মিঠুনের বাংলোয় আরএসএস প্রধান
  • এর আগে আরএসএস সদর দফতরে দেখা গিয়েছিল অভিনেতাকে
  • মিঠুন কি এবার গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন? প্রশ্ন উঠতে শুরু করেছে

বঙ্গভোটের আগে জল্পনার নতুন রসদ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বসন্ত পঞ্চমীর সকালে মুম্বইয়ের মাধ এলাকায় মিঠুনের বাংলোতে হাজির হন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই খবর সামনে আসতেই নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরআগে নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়েছিলেন মিঠুন। লখনউতে  মোহন ভগবতের সঙ্গে দেখা হওয়ার পর তাঁকে নিজের মুম্বইয়ের বাড়িতে আমন্ত্রণও জানিয়েছিলেন অভিনেতা। 

 

Mohan Bhagwat

 

আরও পড়ুন

কয়েক দিন ধরেই জল্পনা চলছে যে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে পারেন। এর আগেও মিঠুনকে নিয়ে এ জাতীয় খবর প্রকাশিত হয়েছে। মোহন ভাগবত এবং মিঠুন চক্রবর্তীর ২০১৯ সালের অক্টোবরে মাসেও সাক্ষা হয়েছিল। সেবার দুর্গাপুজোর পঞ্চমীর দিন নাগপুরে আরএসএসের সদর দফতরে বলিউড সুপারস্টারের উপস্থিতি নিয়ে জোর আলোচনা চলেছিল। সেবার আরএসএসের সদর দফতরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান মিঠুন। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা হেডগেওয়ারের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপণও করেন তিনি।

Mithun-Bhagwat Meet: রাজনৈতিক জল্পনায় জল, ভাগবতের সঙ্গে Spiritual Relation বললেন মিঠুন

মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের টিকিটে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। সারদাকাণ্ডে নাম জড়ানোর পরই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেতা। পদত্যাগ করেছিলেন রাজ্যসভা থেকেও। রাজনীতির ময়দান থেকে দীর্ঘদিন দূরে থাকার পর কি এবার গেরুয়াশিবিরের দিকে ঝুঁকছেন বলিউডের ডিস্কো ডান্সার? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেরআগে মিঠুন- মোহন ভগবত সাক্ষাৎ সেই জল্পনাই উস্কে দিচ্ছে। 

কেন মমতার সঙ্গে দূরত্ব বেড়েছিল সুভাষ ঘনিষ্ঠ মিঠুনের? মেয়াদ শেষের ৩ বছর আগেই রাজ্যসভা থেকে ইস্তফা

শুটিংয়েও ব্যস্ত রয়েছেন মিঠুন
মিঠুন চক্রবর্তী একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য মুসৌরিতে ছিলেন। মুসৌরির শুটিং চলাকালীন তাঁর স্বাস্থ্যও খারাপ হয়েছিল। সেকরাণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তাকে সম্প্রতি ফ্লোরা সায়নী, মানব কৌল, মকরান্দ দেশপান্ডে এবং কৃষ্ণ গৌতমের সঙ্গে  রাম গোপাল ভার্মা পরিচালিত হিন্দি ছবি '12 'O' Clock' ছবিতে অভিনয় করতে  দেখা গেছে। বিবেক অগ্নিহোত্রির রচিত ও পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে মিঠুনকে পল্লবী জোশী, অনুপম খের ও পুনীত ইসারের সঙ্গে খুব শীঘ্রই দেখা যাবে।


 

Advertisement
Read more!
Advertisement
Advertisement