রাজনীতিতে আসবেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানালেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande)। লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) পদত্যাগ সম্পর্কে বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেন তিনি। সাধন বলেন, "লক্ষ্মী ভেবেছিলেন সৌরভ রাজনীতিতে এলে তিনিও থাকবেন। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসছেন না।" লক্ষ্মীর প্রসঙ্গে সাধন আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের কর্মীর থেকেও উপরে জায়গা দিয়েছিলেন। কিন্তু এখন ৫ বছর পর তাঁর মনে হয়েছে যে নিজের ক্ষেত্রে ফিরে গিয়ে কাজ করা উচিত।
প্রসঙ্গত ২০১৬ সালে হাওড়া উত্তর আসন থেকে ভোটে জেতেন লক্ষ্মীরতন শুক্লা। তাঁকে ক্রীড়া দফতের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার হঠাৎই পদত্যাগ করেন লক্ষ্মীরতন। তিনি আর রাজনীতিতে থাকতে চান না বলেই জানিয়েছেন লক্ষ্মী। এদিকে তাঁর এই আচমকা পদত্যাগকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বঙ্গ রাজনীতিতে।
অন্যদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে রাজনীতিতে যোগদান করতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর মাঝেই অবশ্য অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। সেই সময় হাসপাতালে সৌরভের সঙ্গে দেখা করতে যান লক্ষ্মী। শোনা যাচ্ছে আগামিকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সৌরভ।