Advertisement

"বাংলায় ১০০% কৃষক সুবিধা পান", প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির তুলনা টেনে বললেন সৌগত

"প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পে মাধ্যমে কেবলমাত্র ক্ষুদ্র চাষিরা সহায়তা পান। কিন্তু বাংলায় ১০০ শতাংশ কৃষকদের সুবিধা দেওয়া হয়।" কৃষক সম্মান নিধি নিয়ে হলদিয়ায় প্রধানমন্ত্রী বক্তব্যের এভাবেই জবাব দিলেন তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy)। সৌগত বলেন, "প্রধানমন্ত্রী হলদিয়ায় বলেছেন কৃষক সম্মান নিধির মাধ্যমে সমস্ত চাষিদের সুবিধা দেওয়া হয়। টাকা ৫ থেকে বাড়িয়ে ৬ হাজার করা হয়েছে।" কিন্তু সৌগতর দাবি, "কেন্দ্রের প্রকল্প শুধুমাত্র ছোট কৃষকদেরই কাজে লাগে। আর বাংলায় ১০০ শতাংশ চাষিকে সহযোগিতা করা হয়।"

সৌগত রায়
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Feb 2021,
  • अपडेटेड 2:31 PM IST
  • "প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে শুধু ছোট চাষিরা সুবিধা পান"
  • "রাজ্যের প্রকল্পে চাষির মৃত্যুর পরেও সুবিধা পাওয়া যায়"
  • বললেন তৃণমূল নেতা সৌগত রায়

"প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পে মাধ্যমে কেবলমাত্র ক্ষুদ্র চাষিরা সহায়তা পান। কিন্তু বাংলায় ১০০ শতাংশ কৃষকদের সুবিধা দেওয়া হয়।" কৃষক সম্মান নিধি নিয়ে হলদিয়ায় প্রধানমন্ত্রী বক্তব্যের এভাবেই জবাব দিলেন তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy)। সৌগত বলেন, "প্রধানমন্ত্রী হলদিয়ায় বলেছেন কৃষক সম্মান নিধির মাধ্যমে সমস্ত চাষিদের সুবিধা দেওয়া হয়। টাকা ৫ থেকে বাড়িয়ে ৬ হাজার করা হয়েছে।" কিন্তু সৌগতর দাবি, "কেন্দ্রের প্রকল্প শুধুমাত্র ছোট কৃষকদেরই কাজে লাগে। আর বাংলায় ১০০ শতাংশ চাষিকে সহযোগিতা করা হয়।" এমনকি কেন্দ্রের প্রকল্পে কৃষকের মৃত্যুর পর কোনও সুবিধা পাওয়া যায় না, কিন্তু রাজ্যের প্রকল্পে তা পাওয়া যায় বলেই মন্তব্য করেন সৌগত রায়। 

প্রসঙ্গত রবিবারই হলদিয়ায় প্রধানমমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প বাংলায় চালু না হওয়া নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, "করোনার সময় সারা দেশের কৃষকরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, পাননি শুধু বাংলার কৃষকরা। কারণ এখনকার সরকার প্রকল্পের সঙ্গে যুক্তই হতে চায়নি।" একই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বকেয়া সমেত মিটিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মোদী।

অন্যদিকে সংসদে ডেকের ও' ব্রায়েনের বক্তব্য প্রসঙ্গে প্রধানমমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে সৌগত বলেন, "দেশে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে কাশ্মীরে হয়। তারপর নগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে অধিকার ছিনিয়ে নেওয়া হয়।" এমনকি দিল্লির সীমান্তে যে কৃষকরা আন্দোলন করছেন তাঁদের অধিকারও হরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন সৌগত। তৃণমূল নেতার কটাক্ষ, "প্রধানমমন্ত্রী মূল প্রশ্নের জবাব দেন না। ২ কোটি কর্মসংস্থানের কথা বলেছিলেন, দেননি।" বরং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছেন বলে জানান সৌগত রায়। নোটবন্দি নিয়েও প্রধানমমন্ত্রী নিশানা করেন তৃণমূল নেতা। বলেন, "নোটবন্দির সময় ৫০ দিনের সময় চেয়েছিলেন প্রধানমমন্ত্রী, কিন্তু তার পরিবর্তে অব্যাবস্থা দেখা দিয়েছিল।"

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement