Advertisement

"বিজেপির সম্পর্কে প্রশ্ন করবেন না", বিরক্তি প্রকাশ সৌগত রায়ের

"বিজেপির (BJP) সম্পর্কে কোনও প্রশ্ন করবেন না", দলের সর্বভারতীয় কর্ম সমিতির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। শুক্রবার কালীঘাটে (Kalighat) তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে বসে দলের সর্বভারতীয় কর্ম সমিতির বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, প্রশান্ত কিশোর, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। 

সৌগত রায়
জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 08 Jan 2021,
  • अपडेटेड 9:06 PM IST
  • কালীঘাটে তৃণমূলের কর্ম সমিতির বৈঠক
  • তৃণমূলের নতুন ট্রেজারার শুভাশিস চক্রবর্তী
  • ওয়ার্কিং কমিটিতে স্থান পেলেন আরও ৩ জন

"বিজেপির (BJP) সম্পর্কে কোনও প্রশ্ন করবেন না", দলের সর্বভারতীয় কর্ম সমিতির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। শুক্রবার কালীঘাটে (Kalighat) তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে বসে দলের সর্বভারতীয় কর্ম সমিতির বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, প্রশান্ত কিশোর, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। 

বৈঠকের পর সাংসদ সৌগত রায় জানান, "আজ আমাদের অল ইন্ডিয়া কর্ম সমিতির বৈঠক ছিল। সভাপতিত্ব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।" সৌগত আরও বলেন, "দলের ট্রেজারার ছিলেন তমোনাশ ঘোষ। সেই জায়গায়  নতুন ট্রেজারার হলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী। আর ওয়ার্কিং কমিটিতে নতুন করে স্থান পেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় এবং মলয় ঘটক।" প্রসঙ্গত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তমোনাশ ঘোষের। 

সৌগত রায় আরও জানান, "কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কৃষি বিলের বিরোধিতা করা হবে এবং কৃষকদের আন্দোলনকে সমর্থন করা হবে।" পাশাপাশি আগামী ১২, ২৩ ও ২৬ জানুয়ারি বড় করে উদযাপন করার সিদ্ধান্তও বৈঠকে হয়েছে বলে জানান সৌগত। তৃণমূল সাংসদ বলেন, "আগামী ১৮ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভা করবেন এবং তারপরের দিন তিনি পুরুলিয়া যাবেন।"

অন্যদিকে এদিনের বৈঠকের বিষয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি। পাশাপাশি দলের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সুব্রত মুখোপাধ্যায়। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement