নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনার (Shiv Sena)। এটিকে নির্বাচনের সবচেয়ে বড় রসিকতা বলেও মন্তব্য করা হয়েছে শিবসেনার তরফে। শিবসেবার দাবি, এর ফলে আরও আক্রমণাত্বক হয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গের ১০ থেকে ২০টি আসনে মাসুল গুনতে হবে বিজেপিকে। দলীয় মুখপত্র সামানায় (Saamana) শিবসেনার দাবি, "পশ্চিমবঙ্গে সর্বশক্তি প্রয়োগ করেছে ভারতীয় জনতা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলতে সমস্ত ধরনের প্রচেষ্টা চলছে। তবুও পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতা রয়েছে। পশ্চিমবঙ্গে লড়াই এখন মোদী বনাম মমতাতে পরিণত হয়েছে। গোটা বিশ্ব পশ্চিমবঙ্গকে দেখছে।"
শিবসেনা মনে করছে লোকসভার তুলনায় বিধানসভার ফলাফল অন্যরকম হবে। মুখপত্রে বলা হয়েছ, "মমতার হিন্দু বিরোধী প্রতিচ্ছবি তৈরি করে ভোট চাইছে বিজেপি।" তার প্রেক্ষীতে মমতা বলেছেন, "আমি ব্রাহ্মণ, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আমাকে হিন্দুত্ব শেখাবেন না।" এদিকে ইতিমধ্যেই পায়ে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই মমতা হাসপাতালের বেড থেকে ভিডিও বার্তায় মমতা জানিয়েছেন প্রয়োজেন হুইলচেয়ারে প্রচার করবেন তিনি। শিবসেনা মনে করছে, এতেই ভয় পেয়েছে বিজেপি। কারণ এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি পেয়ে যেতে পারেন বলেই আশঙ্কা বিজেপির।
সামানার মতে, এটা গণতন্ত্রের আরও একটা অবনমন যেখানে এত বড় একটা রাজ্যের নির্বাচন 'জয় শ্রীরাম', 'চণ্ডীপাঠ' ও 'প্লাস্টার'কে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। শিবসেনার মুখপত্র বলছে, "বর্তমানে নির্বাচন ২টি নির্বাচনী বাহুর দিয়ে লড়াই করা হয়, তা হল মিথ্যা ও সহানুভূতি। পশ্চিমবঙ্গে উভয়পক্ষের তরফেই এই দুই বাহুর লড়াই চলছে। শুধু পার্থক্য হল সেখানে ভারতীয় জনতা পার্টি টিট ফর ট্যাট উত্তর পেয়েছ।"