ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' স্লোগানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির পুড়শুরায় সরাসরি প্রধানমন্ত্রী এই নিয়ে আক্রমণ করলেন মমতা। বললেন, 'কিছু ধর্মান্ধ লোক আমায় টিজ করেছে প্রধানমন্ত্রীর সামনে। ওরা আমায় জানে না!'
২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা ভাষণ দিতে উঠতেই দর্শকাসন থেকে স্লোগান আসে, 'জয় শ্রীরাম'। তাতেই ক্ষুব্ধ হন মমতা। কোনও বক্তব্য পেশ না করে, ধন্যবাদ দিয়ে মঞ্চে থেকে নেমে যান।
আজ হুগলির সভায় সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ মমতার, 'আমি নেতাজির একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। কত বড় সাহস! কিছু ধর্মান্ধ লোক দেশের প্রধানমন্ত্রীর সামনে আমায় টিজ করল। ওরা আমায় জানে না। ওরা যদি নেতাজিকে নিয়ে স্লোগান দিত, আমি ওদের স্যালুট করতাম। কিন্তু না! ওরা আমায় অপমান করল। এর আগে ওরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও অপমান করেছে।'
এ দিন 'জয় শ্রীরাম' স্লোগান বিতর্ক ছাড়াও বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন মমতা। বলেন, 'আগেরবার ১টা সিট নিয়ে গেছে, এবার তার প্রতিবাদে প্রত্যেকটা সিট তৃণমূলকে দিন। টাকা দিলে টাকা নিয়ে নিন, ভোট বাক্সে উলটে দিন। তোমরা নেতাজিকে অপমান করেছে, তার আগে রবীন্দ্রনাথকে করেছ, তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ। কংগ্রেস ও বামেদের সমর্থনে বিজেপি এখানে এসেছে। তিন ভাই জগাই, মাধাই, গদাই। বিজেপি ওয়াশিং মেশিন। যারা অনেক টাকা করেছে তারা টাকা রাখতে বিজেপিতে যাচ্ছে। যেতে চান তাড়াতাড়ি য়ান। তৃণমূল আপনাদের চায় না, বাংলা আপনাদের চায় না।'
বস্তুত, জয় শ্রীরাম স্লোগানে মমতার অপমানিত হওয়া প্রসঙ্গে বিজেপি-র রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেন, 'দেশের স্বাধীনতার জন্যে বন্দে মাতরম বলা হত। রাজ্যের মুক্তির জন্যে মানুষ জয় শ্রীরাম বলছে।'