Advertisement

West Bengal Election 2021: "বিধানসভার কাজে আমি একনম্বরে", দাবি সুখবিলাস বর্মার

১৭ তারিখের ভোটে উত্তরবঙ্গের যেকটি আসনে ভোট হবে তার অন্যতম জলপাইগুড়ি (Jalpaiguri)। কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি এই কেন্দ্র। ২০০৬ সাল থেকে এই বিধানসভা কেন্দ্রে লাগাতার জিতে আসছেন কংগ্রেস প্রার্থীরা। তারমধ্যে গত দুটো বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা (Sukhbilas Barma)। এবারের ভোটেও কংগ্রেসের টিকিটে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন তিনি।

সুখবিলাস বর্মা
প্রীতম ব্যানার্জী
  • জলপাইগুড়ি,
  • 11 Apr 2021,
  • अपडेटेड 4:36 PM IST
  • "রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিয়েছেন মমতা"
  • "বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে"
  • মন্তব্য জলপাইগুড়ির কংগ্রেস প্রার্থীর

আগামী ১৭ তারিখ রাজ্য়ে পঞ্চম দফার নির্বাচন। উত্তর ও দক্ষিণ, রাজ্যের ২ বঙ্গেই হবে ভোটগ্রহণ। ১৭ তারিখের ভোটে উত্তরবঙ্গের যেকটি আসনে ভোট হবে তার অন্যতম জলপাইগুড়ি (Jalpaiguri)। কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি এই কেন্দ্র। ২০০৬ সাল থেকে এই বিধানসভা কেন্দ্রে লাগাতার জিতে আসছেন কংগ্রেস প্রার্থীরা। তারমধ্যে গত দুটো বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা (Sukhbilas Barma)। এবারের ভোটেও কংগ্রেসের টিকিটে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন তিনি। নির্বাচনের আগে নিজের বিগত ১০ বছরের কাজ এবং আগামিদিনের পরিকল্পনা নিয়ে আজতক বাংলার সঙ্গে কথা বললেন সুখবিলাস বর্মা। 

আজতক বাংলা - প্রচার শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি, কেমন সাড়া পাচ্ছেন?
সুখবিলাস বর্মা - "ভাল সাড়া পাচ্ছি।" 

মানুষ আস্থা রাখছেন সংযুক্ত মোর্চার ওপরে?
"অবশ্যই, মানুষ সংযুক্ত মোর্চায় দলে দলে আসছেন। যেখানেই সভা করছি মানুষ দলে দলে যোগ দিচ্ছেন।" 

লোকসভা নির্বাচনে এই আসনে পিছিয়ে ছিল কংগ্রেস, সেই ব্যবধান অতিক্রম করতে পারবেন?
"লোকসভায় শুধু জলপাইগুড়ি কেন, সারা পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে রয়েছে। সব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দিয়েছেন। তবে এখন বিজেপির সেই হাওয়া নেই। আর নেই বলেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ডজন খানেক মন্ত্রী এখানে শিবির করে বসে রয়েছেন। বিজেপি জানে ওদের পায়ের তলায় মাটি নেই, তাই টাকা দিয়ে এইসব চেষ্টা করছে।" 

বিধায়ক হিসেবে এমন কোন কাজ করেছেন, যে কারণে মানুষ আপনাকে ফের ভোট দেবেন?
"আমি শুধু জলপাইগুড়িতে নয়, পশ্চিমবঙ্গে বিধায়ক হিসেবে বিধানসভার কাজে একনম্বরে। বিরোধী হিসেবে তৃণমূল কোনও কাজ করতে দেয়নি। এমনকি গীতাঞ্জলি আবাস যোজনায় ১০০টি বাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু একটিরও অনুমোদন দেওয়া হয়নি। অথচ মুখ্যমন্ত্রী ১৮ জনকে চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আপনাকে অভিনন্দন আপনি বাড়ি পেয়েছেন। প্রতারণা করেছে তৃণমূল। আমি প্রতিবাদ করেছি। বিডিও এসে ক্ষমা চেয়ে গিয়েছেন। প্রথম ৫ বছরে সম্পদ সৃষ্টিতে ৩ কোটি টাকা খরচ করেছি, যাতে মানুষের উপকার হয়েছ এবং মানুষ আশীর্বাদ করেছেন। পরের ৫ বছরে একইভাবে ২ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পদ সৃষ্টি করেছি। ৩৩ লক্ষ টাকার আরও একটি প্রকল্প ৩ মাস ধরে জেলাশাসকের কাছে পড়ে রয়েছে, এখনও অনুমোদন দেননি।" 

Advertisement

জিতলে প্রথম কোন কাজে হাত দেবেন?
"দুটো বিষয়ের ওপর নির্ভর করছে। যদি সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসে তাহলে একরকম কাজ হবে। আর যদি আমি জিতি কিন্তু মোর্চা ক্ষমতায় না আসে তাহলে বিরোধী দলের যে ভূমিকা তা পালন করব। তবে যদি সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসে তাহলে সরকারে আমার একটি বড় ভূমিকা থাকবে বলে আমি মনে করি।" 

প্রচারে কোভিড বিধি মানছেন?
"অবশ্যই, আমরা সমস্ত আইন মেনে ও কোভিড বিধি মেনেই চলি।"

জয় নিয়ে কতটা আশাবাদী?
"প্রচণ্ড আশাবাদী।" 


 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement