Advertisement

নন্দীগ্রামে ৬২ হাজারের ভরসায় মমতা ! ২ লাখ ১৩-র আস্থায় জিতবেন শুভেন্দু ?

নন্দীগ্রামে (Nandigram) লড়াইয়ের হুংকার এল খেজুরি থেকে। সরাসরি মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্র্রীকে( TMC) 'হিন্দু-মুসলিম' ভোটের পরিসংখ্যান শোনালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি (BJP) নেতার দাবি, ৬২ হাজারের ভরসায় নন্দীগ্রামের জেতার কথা ভাবছেন মমতা। ২ লক্ষ ১৩ হাজারের ভরসায় নন্দীগ্রামে জিতবে বিজেপি।

শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • খেজুরি,
  • 19 Jan 2021,
  • अपडेटेड 5:12 PM IST
  • নন্দীগ্রামে লড়াইয়ের হুংকার এল খেজুরি থেকে।
  • সরাসরি মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্র্রীকে 'হিন্দু-মুসলিম' ভোটের পরিসংখ্যান শোনালেন শুভেন্দু অধিকারী।
  • বিজেপি নেতার দাবি, ৬২ হাজারের ভরসায় নন্দীগ্রামের জেতার কথা ভাবছেন মমতা। ২ লক্ষ ১৩ হাজারের ভরসায় নন্দীগ্রামে জিতবে বিজেপি।

নন্দীগ্রামে লড়াইয়ের হুংকার এল খেজুরি থেকে। সরাসরি মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্র্রীকে 'হিন্দু-মুসলিম' ভোটের পরিসংখ্যান শোনালেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার দাবি, ৬২ হাজারের ভরসায় নন্দীগ্রামের জেতার কথা ভাবছেন মমতা। ২ লক্ষ ১৩ হাজারের ভরসায় নন্দীগ্রামে জিতবে বিজেপি।

এদিন তৃণমূল নেত্র্রীর উদ্দেশ্য়ে শুভেন্দু অধিকারী বলেন, ''রাজ্য়ের পাঠ্য়পুস্তকে সিঙ্গুরের জায়গা হয়েছে , অথচ স্থান পায়নি নন্দীগ্রামের আন্দোলন। দিদিমণি আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, দুটো জায়গায় দাঁড়ালে চলবে না। আমি তো বিজেপি করি। বিজেপির প্রার্থী মঞ্চে হয় না। এটা তো আর তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। যে আপনি আর ভাইপো মিলে যা বলবেন সেটাই আইন হবে। আপনি কার ভরসায় দাঁড়াবেন বলছেন ? হিসেবটা আমার কাছে আছে, গ্রামগুলো তো আমি চিনি। আপনি ৬২ হাজারের ভরসায় জিতবেন ভাবছেন ? পদ্ম তো জিতবে ২ লক্ষ ১৩ হাজারের ভরসায়। ২ লাখ ১৩ কারা জয় শ্রীরাম বলে যারা। '' 

এদিন শুভেন্দুর সভার আগেই খেজুরিতে আক্রান্ত হয় বিজেপির সমর্থকরা। মঞ্চ থেকেই বিজেপির সেই আক্রান্ত সমর্থকদের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্যায়ের উদ্দ্যেশে তিনি বলেন, ''যে ৬২ হাজারের ভরসায় আপনি নন্দীগ্রামে ভোটে জিতবেন ভাবছেন সেটা হবে না। ওখানেও সিঁদ কাটব। বড় বোন, মেজ বোন, ছোট বোন যাই হোক না কেন নন্দীগ্রামে আপনাকে দাঁড়াতে হবে। দু-জায়গায় আপনাকে দাঁড়াতে আমরা দেব না। এখন থেকেই প্রাক্তন মুখ্য়মন্ত্রীর লেটার প্য়াডটা ছাপিয়ে রাখুন। ''

সোমবার দুপুরে তেখালির সভা থেকে নন্দীগ্রামে দাঁড়ানোর কথা বলেছেন তৃণমূল নেত্রী । সন্ধ্য়ে হতেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে  চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)। হাফ লাখ ভোটে মমতাকে না হারালে রাজনীতি ছেড়ে দেবেন। দক্ষিণ কলকাতার সভায় শুভেন্দু অধিকারী বলেন, " আপনি সভা থেকে বলেছেন নন্দীগ্রামে দাঁড়াবেন। এটা আপনার পার্টিতেই হতে পারে। আপনি আর আপনার ভাইপো কোনও  কোম্পানির মিটিংয়ে দাঁড়িয়ে এই ঘোষণা করতে পারেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেটা পারে না। কারণ ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলাপরায়ণ পার্টি , এটা একটা অনুশাসিত পার্টি। এই পার্টিতে কোনও সভায় দাঁড়িয়ে কে কোথায় দাঁড়াবেন তা বলা যায় না। এটাই আপনার কোম্পানির সঙ্গে ভারতীয় জনতা পার্টির তফাত। তবে আমি আপনাকে কথা দিতে পারি নন্দীগ্রামে মাননীয়া দাঁড়ান,পদ্মফুল নিয়ে পার্টি আমাকে বা অন্য় কাউকে যাকেই দিক না কেন। আজ সন্ধ্য়ের সময় দিয়ে লিখে রাখুন-হাফ লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে নাা পারি, রাজনীতি ছেড়ে দেব। "

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement